ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সুখবর পেলেন সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয় এবং মোস্তাফিজরা। ব্যাটারদের তালিকায় ১৩৩ ধাপ উন্নতি হয়েছে সাইফের। আর বোলারদের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন ফিজ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চলমান এশিয়া কাপের শুরুতে খেলার সুযোগ পাননি সাইফ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে একাদশে সুযোগ পান তিনি।আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ২৮ বলে ৩০ রান করেন সাইফ হাসান।
সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সাইফ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি।
পর পর দুই ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুন্যে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ। ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং নিয়ে ৮১তম স্থানে উঠেছেন এই ডান-হাতি ব্যাটার।
সাইফ ছাড়া বাংলাদেশ ব্যাটারদের মধ্যে আরও উন্নতি হয়েছে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়ের। গত সপ্তাহে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করেন লিটন। দুই ধাপ এগিয়ে ৫৫৪ রেটিং নিয়ে ৪০তম স্থানে উঠেছেন লিটন।
আফগানিস্তানের বিপক্ষে ২৬ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হৃদয়। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন তিনি। এতে সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন ৫৫২ রেটিং অর্জন করা হৃদয়।
এশিয়া কাপে এখন পর্যন্ত ৭ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। এর মধ্যে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেন ফিজ। বল হাতে এমন পারফর্মে তালিকায় প্রভাব ফেলেছেন তিনি।
ছয় ধাপ এগিয়ে ৬৬০ রেটিং নিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। এছাড়া তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ স্পিনার মাহেদি হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ২৫ রানে ২ উইকেট নেন তিনি। ৬২৯ রেটিং নিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন মাহেদি।
দুই ধাপ উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ৫২৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে আছেন তিনি।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটিং-বোলিং ও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের তিন ক্রিকেটার অভিষেক শমা-বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া।
