প্রথমটিতেই পাকিস্তানের কাছে হেরেছে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৫ অক্টোবর ২০১৮
প্রথমটিতেই পাকিস্তানের কাছে হেরেছে অস্ট্রেলিয়া

ওপেনার বাবর আজমের অপরাজিত ৬৮ এবং বোলার ইমাদ ওয়াসিমের ৩ উইকেট শিকারে গত রাতে আবু ধাবিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান ৬৬ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে।

শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ৫৫ বল মোকাবেলায় পাঁচটি চার এবং একটি ছক্কায় বাবরের অপরাজিত ৬৮ রানের পর ওয়াসিমের ৩ উইকেট শিকারের ফলে এ স্টেডিয়ামে নিজেদের সর্বন্মি ৮৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন স্টানলেক ও এন্ড্রু টাই। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন এ্যাস্টন আগার।

জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২২ রানেই উপরের সারির ৬ উইকেট হারিয়ে ফেলে অসিরা। যার মধ্যে ৩ উইকেট শিকার করেন ওয়াসিম। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন নাথান কালটার-নাইল। আট ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে ব্যর্থ হলে ৮৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ে সরফরাজ আহমেদের দল।

আগামীকাল (শুক্রবার) ও রোববার দুবাইতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

তৃতীয় ম্যাচে ডাক পেলেন সৌম্য

তৃতীয় ম্যাচে ডাক পেলেন সৌম্য

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে এন্ডারসন ও ফিলিপস

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে এন্ডারসন ও ফিলিপস

যেখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের

যেখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের

বিজেপির সেরা চমক ধোনি!

বিজেপির সেরা চমক ধোনি!