বদলে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৮
বদলে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল নাম বদলে যাচ্ছে। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য সংক্ষিপ্ততম এ ফরম্যাটের নতুন নাম ঠিক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি সূত্রে জানা গেছে, ২০০৭ সালে সূচনালগ্ন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল নাম ছিল ‘আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি’। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার এই টুর্নামেন্টের নতুন নাম করণ করেছে। এখন থেকে এই টুর্নামেন্টটির অফিসিয়াল নাম হবে, ‘আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ (আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ)’।

এরফলে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য সংক্ষিপ্ততম ফরম্যাটের এই আসরে নারীদের অংশের নাম হবে আইসিসি উইম্যান টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং পুরুষদের আসরের নাম হবে ‘আইসিসি ম্যানস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ’।

২০০৬ সাল থেকে চালু সালে চালু হয় টি-টোয়েন্টি। পরে ২০০৭ সালে চালু করা হয়েছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষিক্ত নাঈম হাসানের বিশ্বরেকর্ড

অভিষিক্ত নাঈম হাসানের বিশ্বরেকর্ড

২০৩ রানে লিড দিল বাংলাদেশ

২০৩ রানে লিড দিল বাংলাদেশ

অভিষিক্ত নাঈমের ঘূর্ণিতে বাংলাদেশের লিড

অভিষিক্ত নাঈমের ঘূর্ণিতে বাংলাদেশের লিড

ভারতকে বিদায় দিয়ে ফাইনালে ইংল্যান্ডের মেয়েরা

ভারতকে বিদায় দিয়ে ফাইনালে ইংল্যান্ডের মেয়েরা