অবশেষে পাকিস্তান টি-২০ দলে ডাক পেলেন আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯
অবশেষে পাকিস্তান টি-২০ দলে ডাক পেলেন আমির

ফাইল ফটো

গত বছর এশিয়া কাপে বাজে পারফরমেন্স করার পর সিমিত ওভার ও টেস্ট দল থেকে বাদ পড়েন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তাকে ছাড়াই টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উভয় দলকেই হোয়াইটওয়াশ করে পাকিস্তান। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের ডাক পেয়েছেন তিনি।

আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে আমিরকে রাখা হরেও সাম্প্রতিক সময়ে ভাল পারফরমেন্স করা অনেকেই জায়গা পাননি।

দক্ষিণ আফ্রিকা সফরে বর্তমানে পাঁচ ওয়ানডে সিরিজ খেলা পাকিস্তান আগামী ১ ফেব্রুয়ারী কেপ টাউনে, ৩ ফেব্রুয়ারি জোহানেসবার্গে এবং ৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে তিনটি টি-২০ ম্যাচ খেলবে।

গত মাসে পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল টি-২০ চ্যাম্পিয়নশীপে সর্বোচ্চ রান করা খুররম মঞ্জুর, রিজওয়ান হাসান এবং সালমান বাটের কেউই দলে জায়গা পাননি।

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী আহমদ বাট, উমাইদ আসিফ এবং মোহাম্মদ ইরফানেরও দলে জায়গা হয়নি।
বর্তমানে টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে পাকিস্তান দল। দলটি এক নাগারে নয়টিসহ গত বছর মোট ১৯ ম্যাচের ১৭টিতে জয়ী হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে।

পাকিস্তান দলের প্রথান নির্বাচক ইনজামাম উল হক বলেন, আগামী বিশ্বকাপ এবং আগামী বছরের টি-২০ বিশ্বকাপকে বিবেচনায় রেখে দল নির্বাচন করা হয়েছে।

পাকিস্তান টি-২০ দল :

সরফরাজ আহমেদ ( অধিনায়ক), আসিফ আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসেইন তালাত, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আরি, মোহাম্মদ হাফিজ, শাহেবজাদা ফারহান, শাদাব খান, শাহিন আফ্রিদি, শোয়েব মালিক, উসমান সিনওয়ারি।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের টানা দ্বিতীয় হার

পাকিস্তানের টানা দ্বিতীয় হার

লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে সরফরাজ

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে সরফরাজ