ভারতের বিপক্ষে প্রোটিয়াদের বাড়তি শক্তি আইপিএল অভিজ্ঞতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯
ভারতের বিপক্ষে প্রোটিয়াদের বাড়তি শক্তি আইপিএল অভিজ্ঞতা

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়া দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা ভারতের বিপক্ষেই আসন্ন টি-২০ সিরিজে কাজে লাগাতে চায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দলের সহ-অধিনায়ক রাসি ভ্যান ডার ডুসেন সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন।

৫০ ওভারের বিশ্বকাপে ব্যর্থতার পর এখন ২০২০ সালের টি-২০ বিশ্বকাপের দিকে মনোযোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্যে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নিতে যাচ্ছে কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন দলটি। রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতের ধর্মশালায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।

ডুসেন বলেন, দক্ষিণ আফ্রিকা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত খেলোয়াড় সরবরাহকারী দেশ। ডি কক ও ডেভিড মিলার ভারতের বিপক্ষে আসন্ন এ সিরিজে আইপিএল অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান। তারা দু’জন ভারতে প্রচুর ম্যাচ খেলেছেন। আমরা তাদের কাছ থেকে ভারত সম্পর্কে নিয়ে অনেক কিছুই জেনেছি। কন্ডিশন, বোলারদের ধরণ ইত্যাদি। ফলে শক্তিশালী ভারতের বিপক্ষে আমরা দ্রুত মানিয়ে নিতে পারব।

ফাফ ডু প্লেসিসের অবর্তমানে প্রোটিয়া দলের নেতৃত্ব দেবেন ডি কক। টেস্ট সিরিজের সময় দলে যোগ দেবেন ডু প্লেসিস। ৫০ ওভারের বিশ্বকাপে প্রেটিয়া দলের হয়ে দারুণ পারফর্মেন্স করা ডুসেন আন্তর্জাতিক অভিষেকের এক বছরেরও কম সময়ের মধ্যেই পেয়ে গেছেন সহকারী অধিনায়কের দায়িত্ব।

ভারত সফর নিয়ে তিনি বলেন, ভারতে এসে আমরা দুটি কঠিন অনুশীলন সেশনে অংশ নিয়েছি। আরও দুটি অনুশীলনে অংশগ্রহণের অপেক্ষায় আছি। এখানকার (ভারত) আবহাওয়া ডারবানের চেয়ে কিছুটা বেশি উষ্ণ ও আর্দ্র। প্রথম ম্যাচে অংশগ্রহণের এক সপ্তাহ আগে এখানে আসতে পারায় আমাদের উপকার হয়েছে।

অধিনায়ক ডি কক সম্পর্কে তিনি বলেন, কুইন্টন সেই খেলোয়াড়দের একজন যাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখানো হয়। তিনি কথা কম বলেন, তবে যা বলেন তা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি অনেক ম্যাচে জয়লাভ করেছেন। দলের সবাই তাকে সম্মান করেন। অধিনায়কের বাহু বন্ধনী পরার ফলে তার ভেতর থেকে আরও বেশি দক্ষতা বেরিয়ে আসবে বলে মনে করি।

চার বছর আগে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। তবে ওই সময় টি-২০ ও ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের কাছে হেরে গিয়েছিল ভারত। টি-২০ সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এইচপিসিএ স্টেডিয়ামে। ওই ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছিল দক্ষিণ আফ্রিকা।

প্রিটোরিয়ার ৩০ বছর বয়সী ক্রিকেটার ডুসেন বলেন, আমরা কন্ডিশনের দিকে তাকিয়ে আছি। এখানে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতায় প্রেটিয়ারা ৭ উইকেটে ভারতকে পরাজিত করেছিল। ব্যাটিংয়ের জন্য এটি ভালো উইকেট। চতুর্দিকের বাউন্ডারি ৬৫ মিটার। যেটি খুব বড় নয়। আমরা জানি, ভারত আমাদেরকে দিকে কী ছুড়ে দিচ্ছে। আমরাও সেইভাবে প্রস্তুত।

ডুসেন বলেন, বিশ্বকাপের ব্যর্থতার পর প্রথমবারের মত দলবদ্ধ হয়েছে দক্ষিণ আফ্রিকা। খেলোয়ড়রাও নতুন করে মাঠে নামার জন্য মুখিয়ে আছে। সর্বশেষ বিশ্বকাপের আমরা একত্রিত হয়েছিলাম। তবে সেখানে দল ব্যর্থ হয়েছে। তবে এখন আমরা নতুন করে শুরু করতে চাই। দলে কয়েকজন নতুন মুখ এসেছে, যারা আমাদের শক্তি বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, ভারত হচ্ছে বিশ্বের শক্তিশালী দেশগুলোর একটি, বিশেষ করে নিজেদের মাটিতে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা খেলেছে। যার মাধ্যমে আমরা তাদের খেলোয়াড়দের সম্পর্কে জানতে পেরেছি। এটি আমাদের জন্য বাড়তি পাওনা। আমরা কিছু দিনের জন্য দলের বাইরে ছিলাম। ফলে ছেলেরা নতুন উদ্যেম নিয়ে মাঠে নামার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে।


শেয়ার করুন :