ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কড়া নিরাপত্তা, নেয়া যাবে না বাড়তি কিছু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ পিএম, ০৪ জানুয়ারি ২০২০
ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কড়া নিরাপত্তা, নেয়া যাবে না বাড়তি কিছু

ডিসেম্বরে পাস হওয়া নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল ভারতের গুয়াহাটি। সরকারি হিসাব অনুযায়ী প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি বেশ সরগরম। এমন পরিস্থিতিতে বিভিন্ন বিধি-নিষেধ ও বেশ কড়াকড়ির মধ্যে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত ও শ্রীলঙ্কা।

রোবাবর গুয়াহাটিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরেজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এদিকে সরগরম অবস্থার জন্য ম্যাচের দু’দিন আগে থেকেই স্টেডিয়াম ঘিরে রেখেছে পুলিশ।

গুয়াহাটির পুলিশ কমিশনার মুন্নাপ্রসাদ গুপ্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যে ধরনের নিরাপত্তা প্রয়োজন, তারা সে রকম নিরাপত্তা ব্যবস্থা করেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। যে পরিমাণ নিরাপত্তারক্ষী রয়েছে, তাতে ম্যাচ আয়োজনে সমস্যা হবে না।

নিরাপত্তার অংশ হিসেবে মাঠে প্রবেশে বেশ কিছু নিয়ম-নীতি করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। নতুন বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পোস্টার, ফেস্টুন, স্কেচ পেন, রঙ-তুলি, মার্কা নিষিদ্ধ করা হয়েছে। তবে মোবাইল ফোন, মানিব্যাগ ও গাড়ির চাবি সাথে রাখতে পারবেন ম্যাচ দেখতে যাওয়া দর্শকরা।

এমন অস্বস্তিকর অবস্থার মধ্যেও ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। ৩৯ হাজার ৪শ’ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির ইতোমধ্যে ৩৩ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।

তবে সেখানকার আবহাওয়া পূর্বাভাস আরেক বিপদের কথা জানিয়েছে। বলা হচ্ছে, ম্যাচের দিন বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি থামলে আধ ঘন্টার মধ্যে ম্যাচ শুরুর ইঙ্গিত দিয়েছেন অসম ক্রিকেট সংস্থা (এসিএ) সচিব দেবজিৎ।

তিনি বলেন, ‘ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিনও বৃষ্টি হয়েছিল। বৃষ্টি থামার আধ ঘণ্টার মধ্যে ম্যাচ শুরু করা হয়েছিল। বালির স্তরের ওপরে মাটি বসিয়ে তৈরি করা হয়েছে এই মাঠ। তাই কখনও এখানে পানি জমে থাকে না।’

তবে মাঠের বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত নয় ভারত ও শ্রীলঙ্কা। নিজেদের খেলা নিয়ে বেশি মনোযোগী তারা। ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়। খেলা নিয়ে আমাদের সকল চিন্তা। মাঠে নিজেদের সেরা ক্রিকেটই খেলতে চাই আমরা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শুরু করছি আমরা। এছাড়া বিশ্বকাপের চিন্তাও আমাদের পরিকল্পনায় আছে। এ সিরিজ দিয়েও বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করছি আমরা।’

বিশ্বকাপের পরিকল্পনায় এ সিরিজ দিয়ে নিজেদের পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের নজরে আছে। তা মাথায় রেখেই ভারতের বিপক্ষেই খেলতে নামব। আমরা চাইব, সেরা দলটাকেই সাজাতে। ভারতের বিপক্ষে এ সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের সিরিজে আমরা সবাইকে সুযোগ দিতে পারব না। কিন্তু যারা সুযোগ পাবে, তাদের ভালো খেলতে হবে।’

ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াশ আইয়ার, মনিষ পান্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পান্থ, শিবম দুবে, যুজবেন্দ্রা চাহাল, কুলদ্বীপ যাদব, রবিন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, নবদীপ সাইনি, জসপ্রিত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর।

শ্রীলঙ্কা দল
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুসকা গুনাতিলকা, আবিস্কা ফার্নান্দো, এ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, কুসল পেরেরা, নিরোশান ডিকবেলা, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপাকসে, ওশাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুসল মেন্ডিজ, লক্ষন সান্দাকান, কাসুন রাজিথা।


শেয়ার করুন :


আরও পড়ুন

চার দিনের টেস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত

চার দিনের টেস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত

দক্ষিণ আফ্রিকাও বিপদে

দক্ষিণ আফ্রিকাও বিপদে

অস্ট্রেলিয়াকে কোহলিদের জন্য চ্যালেঞ্জ মনে করছেন গাঙ্গুলি

অস্ট্রেলিয়াকে কোহলিদের জন্য চ্যালেঞ্জ মনে করছেন গাঙ্গুলি

টেস্ট ক্রিকেটে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি

টেস্ট ক্রিকেটে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি