রংপুরের বিদায় নিশ্চিত করে প্লে-অফে ঢাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২০
রংপুরের বিদায় নিশ্চিত করে প্লে-অফে ঢাকা

ছবি : বিসিবি

রংপুর রেঞ্জার্সের বিদায় নিশ্চিত করে বঙ্গবন্ধু বিপিএলে প্লে-অফ নিশ্চিত করলো মাশরাফি বিন মর্তুজার দল ঢাকা প্লাটুন। বুধবার (৮ জানুয়ারি) টুর্নামেন্টের ৩৮তম ম্যাচে রংপুরকে ৬১ রানে হারিয়েছে ঢাকা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে ঢাকা। জবাবে ৮৪ রানে অলআউট হয়ে যায় রংপুর। এ জয়ে ১০ খেলায় ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো ঢাকা। অন্যদিকে ১১ ম্যাচে ৪টি জয় ও ৭টি হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থেকে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো রংপুরের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় রংপুর। ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। দুই ওপেনার প্রথম দুই ওভারে ২টি করে বাউন্ডারি মারলে ২ ওভারে ২২ রান পেয়ে যায় ঢাকা। তবে তৃতীয় ওভারের শেষ বলে আউট হন বিজয়। ৭ বলে ১১ রান করেন তিনি।
sportsmail24
পিঞ্চ হিটার হিসেবে নেমে সুবিধা করতে পারেননি মেহেদি হাসানও। মাত্র ১ রানে থামেন তিনি। মেহেদির পর মিডল-অর্ডারের ব্যাটসম্যানরাও ব্যর্থ হন। আরিফুল হক ১৩, মুমিনুল হক ৭, আসিফ আলি ৯ ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা ১০ রান করে সাজঘরে ফেরেন। তবে এক প্রান্ত আগলে ইনিংস বড় করেন তামিম।

ব্যক্তিগত ৪০ রানে তামিমকে থামান রংপুরের পেসার তাসকিন আহমেদ। এতে ১০৪ রানেই সপ্তম উইকেট হারায় ঢাকা। ফলে ঢাকার ইনিংস গুটিয়ে যাওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে ইনিংসের শেষ পর্যন্ত সাহসিকতার সাথে ব্যাট করেছেন পাকিস্তানের শাদাব খান।

আট নম্বরে নেমে ১৯ বলে ১টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন শাদাব। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানের সম্মানজনক স্কোর পায় ঢাকা। রংপুরের মোস্তাফিজ-তাসকিন ৩টি করে উইকেট নেন।
sportsmail24
জবাবে ১৪৬ রানের টার্গেটকে খেলতে নেমে শুরুতে মহাবিপদে পড়ে রংপুর। প্রথম ওভারেই ঢাকার স্পিনার মেহেদি দুই উইকেট তুলে নেন। মোহাম্মদ নাইম ৪ ও অধিনায়ক অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন শূন্য রানে ফেরেন।

রংপুরের বিপক্ষে শুরুতে মেহেদির ধাক্কায় আত্মবিশ্বাসী হয়ে উঠে ঢাকার বোলাররা। মেহেদির দেখানো পথে হেঁটে ১৫ দশমিক ৩ ওভারে রংপুরকে ৮৪ রানে অলআউট করে দেয় ঢাকা।

মেহেদি ৩টি, মাশরাফি-পাকিস্তানের দুই খেলোয়াড় ফাহিম আশরাফ ও শাদাব ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন হাসান মাহমুদ। রংপুরের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন আল-আমিন।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা প্লাটুন : ১৪৫/৯, ২০ ওভার (তামিম ৪০, শাদাব ৩১*, তাসকিন ৩/৩২)
রংপুর রেঞ্জার্স : ৮৪/১০, ১৫.৩ ওভার (আল-আমিন ২৩, ডেলপোর্ট ২০, মেহেদি ৩/১৩)।

ফল : ঢাকা প্লাটুন ৬১ রানে জয়ী
ম্যাচ সেরা : সাদাব খান (ঢাকা)।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ হাসিটাও হাসলেন মুশফিক

শেষ হাসিটাও হাসলেন মুশফিক

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

বাংলাদেশের সফর নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান

বাংলাদেশের সফর নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান

ছোট্ট বিনোদনে গেইলের ‍বিপিএল শুরু

ছোট্ট বিনোদনে গেইলের ‍বিপিএল শুরু