২২ গজে ‘ফিরছেন’ ওয়ার্ন-পন্টিং-গিলক্রিস্টরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৩ জানুয়ারি ২০২০
২২ গজে ‘ফিরছেন’ ওয়ার্ন-পন্টিং-গিলক্রিস্টরা

ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। আগুনে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যপ্রাণী থেকে শুরু করে জনজীবন। ৫০ কোটিরও বেশি পশুপাখি ইতোমধ্যে মারা গেছে। পাশাপাশি ১৬শ’র বেশি বাড়ি-ঘর পুড়ে ছাই। এ কঠিন প্রাকৃতিক বিপর্যয়ে তহবিল গড়তে এগিয়ে এসেছেন দেশটির ক্রিকেট তারকারা।

ইতোমধ্যে নিজের ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে দিয়েছিলেন কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন। সেখান থেকে পাওয়া অর্থের পুরোটাই ত্রাণের জন্য দান করে দিয়েছেন তিনি। এগিয়ে এসেছেন আরেক কিংবদন্তি জেফ টমসনও। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য অস্ট্রেলিয়া দলের সাদা সোয়েটারও নিলামে তুলেছেন তিনি।

ওয়ার্ন-টমসনের এমন কীর্তি দেখে বসে থাকতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং-এডাম গিলক্রিস্ট-ম্যাথু হেইডেন-মাইকেল ক্লার্করা। তহবিল গড়তে আগামী মাসে একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সাবেক এসব ক্রিকেট তারকারা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস এক বিবৃতিতে বলেছেন, আনন্দের সাথে জানাচ্ছি, ‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ’ হবে অস্ট্রেলিয়ানদের সাহায্য করার প্রধান উপায়। ৮ ফেব্রুয়ারি তিনটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। এর মধ্যে একটি ম্যাচের জন্য দু’টি দলের নেতৃত্বে থাকবেন যথাক্রমে ওয়ার্ন ও পন্টিং।

একই দিন ওয়ার্ন একাদশ-পন্টিং একাদশ, অস্ট্রেলিয়া-ভারতের নারী দল ও বিগ ব্যাশ লিগের ফাইনাল। এ তিন ম্যাচের অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তার দেওয়া হবে।

মাঠে না খেললেও স্টেডিয়ামে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ও দেশটির নারী দলের সাবেক মেল জোন্স। তিনটি ম্যাচের প্রাপ্ত অর্থ দান করা হবে অস্ট্রেলিয়ান রেড ক্রস দুর্যোগ তহবিলে। সেভেন নেটওয়ার্ক ও ফক্স ক্রিকেট সরাসরি সম্প্রচার করবে ম্যাচগুলো।

শুধুমাত্র অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়রাই নন। দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন অনেক ক্রীড়াবিদই। অকল্যান্ড ক্লাসিকসের শিরোপা জয়ের পর প্রাইজমানির পুরোটা দান করেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এমনকি ম্যাচ খেলার পোশাকও দান করেছেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত মালিঙ্গা

অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত মালিঙ্গা

কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চেয়ে মাশরাফির অনুরোধ

কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চেয়ে মাশরাফির অনুরোধ

দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় খেলবেন ফেদেরার-সেরেনারা

দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় খেলবেন ফেদেরার-সেরেনারা

ভারতকে পাল্লা দেওয়ার মত অস্ত্র আছে : ফিঞ্চ

ভারতকে পাল্লা দেওয়ার মত অস্ত্র আছে : ফিঞ্চ