ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ পিএম, ২২ জানুয়ারি ২০২০
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

ভারতে চার জাতির টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের পাটনায় বুধবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়ে বাংলাদেশের নারী দল।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশের মেয়েরা। এক পর্যায়ে বড় স্কোরের পথেই ছিল বাংলাদেশ। ১৪তম ওভার শেষে ১ উইকেটে ৮৫ রান করেছিল তারা। তবে ৩ বলের মধ্যে সানজিদা ইসলাম ও মুরশিদা খাতুনের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ।

শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর গড়তে পারে তারা। সানজিদা ও মুরশিদা ৩৪ রান করে করেন। দু’জনই ৩টি করে চার মারেন। এছাড়া শারমিন সুলতানা ১৩ ও নিগার সুলতানা ১৮ রান করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে পড়ে ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি ভারত। বাংলাদেশের দুই অভিজ্ঞ বোলার সালমা খাতুন ১৮ রানে ২টি ও জাহানারা ১৭ রানে ২টি উইকেট নেন।

এ জয় দিয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা শিরোপার স্বাদ দিয়ে শেষ করলো সালমা খাতুনের দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

নেপালকে গুঁড়িয়ে দিয়ে বাংলার মেয়েদের দুর্দান্ত জয়

নেপালকে গুঁড়িয়ে দিয়ে বাংলার মেয়েদের দুর্দান্ত জয়

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুর্দান্ত জয়

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুর্দান্ত জয়

বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানে সিরিজ জেতা উচিত বাংলাদেশের : সাকিব

পাকিস্তানে সিরিজ জেতা উচিত বাংলাদেশের : সাকিব