সিরিজ নির্ধারণী ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২১ পিএম, ১০ মার্চ ২০২০
সিরিজ নির্ধারণী ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা

ফাইল ছবি

টেস্ট ও ওয়ানডের পর সফররত জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বুধবার সন্ধ্যায় মুখোমুখি হবে দুই দল।

সিরিজের নির্ধারণীর এ ম্যাচে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, টাইগার ওপেনার তামিম ইকবালকে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে।

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এখনো এ বিষয়ে ফাইনাল কিছু হয়নি। তবে এ রকম একটা কথাবার্তা হয়েছে, চূড়ান্ত কিছু হয়নি। কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে এ বিষয়ে শেষ কথা হয়নি। রাতে টিম মিটিংয়ে এ বিষয়ে কথা হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৮৯ বল খেলে ৪১ রান করেছিলেন তামিম ইকবাল। তার এ ইনিংসে ৭টি চারের মার ছিল। বাংলাদেশ ইনিংস ব্যবধানে জয় পাওয়ায় আর ব্যাট করতে হয়নি। টেস্টের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তামিম ইকবালের রান ছিল যথাক্রমে ৪৩ বলে ২৪, ১৩৬ বলে ১৫৮ এবং ১০৯ বলে অপরাজিত ১২৮ রান।

প্রথম ওয়ানডে ব্যর্থ হলেও পরপর দুই ওয়ানডে ম্যাচে তুলে নিয়েছে দুটি সেঞ্চুরি। যার ফলে ২০৭ ম্যাচে ২০৫ ইনিংসে তামিমের ওয়ানডে সেঞ্চুরি দাঁড়িয়েছে ১৩টি। ওয়ানডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও ৩৩ বলে ৪১ রান করেন তামিম।

এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তামিম ইকবালকে বিশ্রাম দেওয়া হলে বাঁ-হাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ একাদশে অন্তভুক্ত করা হতে পারে জানা গেছে। যদিও তামিম ইকবালকে খেলানো হবে কি হবে না এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের সাথে সর্বোচ্চ এবং তৃতীয়বারের মতো দুইশ

জিম্বাবুয়ের সাথে সর্বোচ্চ এবং তৃতীয়বারের মতো দুইশ

তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ, নাকি জিম্বাবুয়ের কিছু প্রাপ্তি

তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ, নাকি জিম্বাবুয়ের কিছু প্রাপ্তি

মার্চে আর মাঠে নামা হচ্ছে না ইমরুলের

মার্চে আর মাঠে নামা হচ্ছে না ইমরুলের

বিয়ের পরের ম্যাচেই সৌম্যর ক্যারিয়ার সেরা ইনিংস

বিয়ের পরের ম্যাচেই সৌম্যর ক্যারিয়ার সেরা ইনিংস