‘দয়া করে অনুমতি দিন’, বোর্ডকে উথাপ্পার অনুরোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২২ মে ২০২০
‘দয়া করে অনুমতি দিন’, বোর্ডকে উথাপ্পার অনুরোধ

ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়া অন্য কোথাও খেলার অনুমতি দেয় না। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা ইংল্যান্ডে হতে চলা দ্য হান্ড্রেড কম্পিটিশন কোনোটাতেই খেলতে পারেন না ভারতীয়রা।

যার ফলে যে ক্রিকেটারদের জাতীয় দলে আসার সম্ভাবনা আর নেই, তাদের পক্ষে ক্যারিয়ার টেনে নিয়ে চলা মুশকিল। সেই ব্যাপারেই নিয়ম শিথিল করার আবেদন করেছেন উথাপ্পা। তার মতে, বিদেশি টি-টোয়েন্টি লিগে খেললে ভারতীয় ক্রিকেটাররা শিখতে পারবেন, পরিণতও হবেন।

বিবিসি-র দুসরা পডকাস্টে কলকাতা নাইট রাইডার্সের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পা বলেন, ‘দয়া করে আমাদের খেলতে দিন। বাইরে খেলার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা মেনে নেওয়া খুব যন্ত্রণার। খুব ভাল হয় যদি আমরা কয়েক জন বাইরে গিয়ে খেলতে পারি। ক্রিকেটের এক জন ছাত্র হিসেবে আমরা শিখতে চাই, যতটা সম্ভব পরিণত হতে চাই।’

উথাপ্পা আশাবাদী যে, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির চিন্তাধারা পরিস্থিতি পাল্টানোয় ভূমিকা নেবে। তিনি বলেন, ‘সৌরভ খুবই প্রগতিশীল ভাবধারায় বিশ্বাসী যে সব সময় ভারতকে পরের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে গিয়েছে। ভারত এখন যে জায়গায় তার ভিত গড়েছিল সৌরভই। আশা করছি যে সৌরভ এই ব্যাপারটা নিয়ে ভাববে।’

এরআগে রায়না বলেছেন, ‘আমি মনে করি ফ্র্যাঞ্চাইজি বা আইসিসির সঙ্গে বসে বিসিসিআই ঠিক করবে যে, কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা চাইলে বিদেশের লিগ খেলতে পারবে। ইউসুফ পাঠান, আমি, রবি উথাপ্পা- এমন অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা বিদেশে গিয়ে অনেক কিছু শিখতে পারবে। সেটা যে লিগই হোক, আমাদের অন্তত বিদেশের দুইটিতে খেলার অনুমতি দেয়া হোক।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে প্রতিষ্ঠিত হতে চান রাহী

টেস্ট ক্রিকেটে প্রতিষ্ঠিত হতে চান রাহী

‘দুসরা’ নামের উৎপত্তির রহস্য ফাঁস করলেন সাকলাইন

‘দুসরা’ নামের উৎপত্তির রহস্য ফাঁস করলেন সাকলাইন

ভেতরের কথা ভেতরে থাকাই ভালো : মাহমুদউল্লাহ

ভেতরের কথা ভেতরে থাকাই ভালো : মাহমুদউল্লাহ

সৌরভকে আইসিসির নেতৃত্বে চান স্মিথ

সৌরভকে আইসিসির নেতৃত্বে চান স্মিথ