বিশ্বকাপকে সামনে রেখে ফিফার নতুন সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ পিএম, ৩০ মে ২০২১
বিশ্বকাপকে সামনে রেখে ফিফার নতুন সিদ্ধান্ত

করোনা ভাইরাসের আবির্ভাবের পর থেকেই গত বছরের মে মাস থেকে নতুন এক নিয়ম জারি করে ফিফা। খেলোয়াড়দের ওপর চাপ কমাতে তিনজনের পরিবর্তে ৫জন খেলোয়াড় পরিবর্তনের সুযোগ দেয় ফিফা। ফিফার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২ কাতার বিশ্বকাপেও বহাল থাকবে পাঁচ খেলোয়াড় পরিবর্তনের নিয়ম।

আন্তর্জাতিক গণমাধ্যম ফিফা ডটকমের খবর অনুযায়ী, ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই আইন। মূলত, করোনা ভাইরাসের কারণেই এই নিয়ম চালু করেছিল ফিফা।

পাঁচ জন খেলোয়াড় বদল করা গেলেও শর্ত রয়েছে ফিফার। ৫ জন খেলোয়াড় পরিবর্তনের জন্য কোন দল ৫ বার খেলা থামাতে পারবে না। আগের মতো, ৩ বারের মধ্যেই ৫ জন খেলোয়াড়কে পরিবর্তন করিয়ে নিতে হবে। এক্ষেত্রে একবারে একাধিক খেলোয়াড় বদল করতে হবে দলগুলোকে।

পাঁচজন খেলোয়াড় পরিবর্তনের সুযোগ চালু রাখলেও বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসির মাথায় উঠলো ইউরোপ সেরার দ্বিতীয় মুকুট

চেলসির মাথায় উঠলো ইউরোপ সেরার দ্বিতীয় মুকুট

ক্রিকেটের মতো দেশের ফুটবলেও জোয়ার আসবে : আনভীর

ক্রিকেটের মতো দেশের ফুটবলেও জোয়ার আসবে : আনভীর

রিয়াল মাদ্রিদের কোচের দৌড়ে যারা

রিয়াল মাদ্রিদের কোচের দৌড়ে যারা

আন্দ্রে পিরলোকে ছাটাই করলো জুভেন্টাস

আন্দ্রে পিরলোকে ছাটাই করলো জুভেন্টাস