লজ্জার রেকর্ড, ফুটবলকে বিদায় বললেন বুফন

বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৪ নভেম্বর ২০১৭
লজ্জার রেকর্ড, ফুটবলকে বিদায় বললেন বুফন

রাশিয়া বিশ্বকাপ থেকে দল ছিটকে পড়ার পর নিজেও ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ইতালির অধিনায়ক ও গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আবেগ জড়িত কণ্ঠে বুফন বলেন, ‘আমি আমার জন্য নই, ইতালিয়ান ফুটবলের জন্য দু:খিত। …এভাবে শেষ করাটা আফসোসের।’

১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূল আসর থেকে বিদায় নিলো ইতালি। গত প্লে-অফ ম্যাচে সুইডেনের নিকট দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে দূরে থাকার স্বাদ গ্রহণ করতে হলো ইতালিকে। এর আগেও বিশ্বকাপ থেকে কিছু হটে ফেভারিট টিম বাদ পড়েছে.. নেদারল্যান্ড, চিলি, ক্যামেরুন, ঘানা, আইভরিকোষ্ট, তুরস্ক এবং গ্রীস।

ইতালির পরাজয়ে সুইডেনের বিশ্বকাপে আসন নিশ্চিত, ২০০৬ সালের পর এই প্রথম কোয়ালিফাইড হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করবে সুইডেন। ম্যাচ শেষে সাক্ষাতকারে কান্না বিজড়িত কণ্ঠে বুফন প্রেসকে বলেন, ‘আমি নিজের জন্য দুঃখিত নই, কিন্তু ইতালিয়ান ফুটবলের জন্য দুঃখিত।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন কিছুতে ব্যর্থ হয়েছি যা সামাজিক পর্যায়ে কিছুও হতে পারে। এরকম সমাপ্তি অনুভব করার মতো অনুশোচনা নেই, সময় নেই। ম্যাচগুলিতে আমরা আমাদের সেরাটা দিয়ে নিজেদেরকে প্রকাশ করতে পারিনি, আমরা দৌড়াতে পারিনি। প্লে-অফগুলি পর্বের দ্বারা নির্ধারিত হয়, ভাগ্য আমাদের বিরুদ্ধে গিয়েছিল এবং আমাদের খেলার মাঝে হয়তো ভুল ছিলো আর জন্যই হয়তো আমাদের এমন স্বাদ গ্রহণ করতে হচ্ছে।’

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ইতালি অন্য সময়ের মতোই ঘুরে দাঁড়াবে জানিয়ে বুফন আরও বলেন, ‘এটা আমার জন্য লজ্জানক। কেননা আমার শেষ অফিসিয়াল ম্যাচের সঙ্গে বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার তকম লেগে থাকবে। কিন্তু ইতালিয়ান ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমাদের গর্ব-অহংকার, সক্ষমতা, আত্মনিবেদন রয়েছে এবং বাজে সময়ের পর নিজের পায়ে দাঁড়ানোর মতো পথ খুঁজে বের করার অতীত উদাহরণ রয়েছে। আমি এমন এক ইতালিকে রেখে যাচ্ছি যেটি জানে কীভাবে এর সম্মান রক্ষা করতে হয়।’


শেয়ার করুন :


আরও পড়ুন

রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো ইতালি

রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো ইতালি

বিশ্রামে মেসি, লক্ষ্য বিশ্বকাপে সেরাটা দেয়ার

বিশ্রামে মেসি, লক্ষ্য বিশ্বকাপে সেরাটা দেয়ার

আঙুল তোলার আগে চলে যেতে চাই : আজমল

আঙুল তোলার আগে চলে যেতে চাই : আজমল

কন্যার বাবা হলেন রোনাল্ডো

কন্যার বাবা হলেন রোনাল্ডো