ম্যানসিটির কোন খেলোয়াড় গার্দিওয়ালাকে পছন্দ করে না: প্যাট্রিক এভরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৪ মে ২০২২
ম্যানসিটির কোন খেলোয়াড় গার্দিওয়ালাকে পছন্দ করে না: প্যাট্রিক এভরা

পেপ গার্দিওলা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় প্যাট্রিক এভরার কথার লড়াই যেন থামছেই না। দু’জনেই সমান তালে একে অপরের কথার জবাব দিয়ে যাচ্ছেন। সর্বশেষ এভরা অভিযোগ করেছেন, ম্যানসিটির কোনো খেলোয়াড়ই নাকি গার্দিওয়ালাকে পছন্দ করে না। 

কথার যুদ্ধের শুরুটা করেছিলেন এভরাই। চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নাটকীয়ভাবে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়ে ম্যানসিটি। এভরা তখন সিটির সমালোচনা করে বলেছিলেন, তারা(ম্যানসিটি) মাঠে নিজেদের ব্যক্তিত্ব দেখাতে পারেনি। 

এই মন্তব্যের জবাবে এভরাকে কটুক্তি করে গার্দিওয়ালা বলেছিলেন, ‘সে (এভরা) বোধহয় চাকরি খুঁজছে।’ ২০১১ সালে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তখন বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওয়ালা ও ইউনাইটেডের খেলোয়াড় ছিলেন এভরা। গার্দিওয়ালা সেটাও মনে করিয়ে দিয়েছেন।

এরপরই বিস্ফোরক মন্তব্য করলেন এভরা। তার দাবি গার্দিওয়ালার অধীনে যেসব খেলোয়াড় খেলেছেন তারা কেউই তাকে পছন্দ করতেন না, তার (গার্দিওয়ালা) ব্যক্তিত্বের অভাব রয়েছে। এমনকি বর্তমানে ম্যানসিটির ফুটবলাররাও তাকে পছন্দ করেন না বলে মন্তব্য করেন সাবেক ফরাসি ফুটবলার। 

এভরা বলেন, “যেসব খেলোয়াড় গার্দিওয়ালার অধীনে খেলেছে আমি তাদের সাথে কথা বলেছি। তারা সবসময়ই বলে, তার (গার্দিওয়ালা) সমস্যা আছে। আমি আগে যা বলেছিলাম ঠিক ছিল। কিন্তু আপনি যদি এখন কথা বলতে চান আমি বলবো। আমি এমন কোনো সিটি ফুটবলার দেখিনি যে তাকে পছন্দ করে।”

কোচিং ক্যারিয়ারে একাধিক সাফল্য পেয়েছেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওয়ালা। বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছেন। এরপর বায়ার্ন মিউনিখ হয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমিয়েছেন গার্দিওয়ালা। সিটির কোচ হিসেবে পাঁচ বছরে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন এই স্প্যানিশ কোচ। 

অন্যদিকে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন প্যাট্রিক এভরা। এ সময়ে ২৫৩ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। যেখানে তার নামের পাশে সাতটি গোল রয়েছে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

চোট কাটিয়ে স্পেন দলে ফিরলেন আনসু ফাতি

চোট কাটিয়ে স্পেন দলে ফিরলেন আনসু ফাতি

বিশ্বকাপ পর্যন্ত বার্সেলোনায় থাকতে চান দানি আলভেজ

বিশ্বকাপ পর্যন্ত বার্সেলোনায় থাকতে চান দানি আলভেজ

গার্দিওয়ালা ও ক্লপের সময়ের শেষ হতে চলছে: এরিক টেন হাগ

গার্দিওয়ালা ও ক্লপের সময়ের শেষ হতে চলছে: এরিক টেন হাগ

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকে সমর্থন করবেন এমবাপে!

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকে সমর্থন করবেন এমবাপে!