চ্যাম্পিয়নস লিগে হারের যন্ত্রণা ভুলতে পারছেন না সালাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০০ পিএম, ১১ জুন ২০২২
চ্যাম্পিয়নস লিগে হারের যন্ত্রণা ভুলতে পারছেন না সালাহ

ক্লাব ও জাতীয় দল হয়ে দুর্দান্ত একটি মৌসুমে কাটিয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। সদ্য সমাপ্ত ২০২১-২২ মৌসুমে দুটি শিরোপা জিতেছে লিভারপুল (এফএ কাপ ও কারাবাও কাপ)। দুই শিরোপা জয়েই সালাহর অবদান সিকিভাগ। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হারটা এখনো ভুলতে পারছেন না মিশরীয় তারকা। প্যারিসের হারের ক্ষত এখনো যন্ত্রণা দেয় লিভারপুল ফরোয়ার্ডকে।

সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে ফ্রান্স ফুটবলের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন সালাহ। সেখানেই নিজের জীবন দর্শন সহ অনেক বিষয় নিয়ে বলেছেন। এক ফাঁকে জানালেন, প্যারিস ফাইনালে লিভারপুল আরও কিছু পাওয়ার যোগ্য ছিল। জার্গেন ক্লপের দল ইউরোপীয় চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার ছিল।

ফ্রান্স ফুটবলকে সালাহ বলেন, ‘আমরা জেতার যোগ্য ছিলাম, আমাদের আরও সুযোগ ছিল। আমার কাছেও দুই বা তিনটি ভালো সুযোগ ছিল কিন্তু থিবো কর্তোয়া অবিশ্বাস্য সেভ করেছেন। এটা তার কাজ, এটার জন্যই রিয়াল মাদ্রিদ তাকে সই করিয়েছে। এই রাতটা তার ছিল।’

ফুটবলের দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেছেন সালাহ। এক্ষেত্রে ধ্যান তাকে খুব সহায়তা করে বলে জানিয়েছেন লিভারপুল তারকা। তিনি বলেন, ‘আমি প্রতিদিন ১০ বা ২০ মিনিট বাড়িতে একা একা ধ্যান করি। একটা সত্য হলো, আমার বাড়িটি দেখতে একটি হাসপাতালের মতো। আমার স্ত্রী এটা পছন্দ করে না।’

‘আমাদের বাড়ির দুটি কক্ষ বিভিন্ন ফিটনেস মেশিন দিয়ে ভরা। বাড়িতে আমি ক্রায়োথেরাপিও করতে পারি। একটি হাইপারবারিক চেম্বার রয়েছে। আমি অবস্থার উন্নতির জন্য উপায় খুঁজছি। আমার স্ত্রী প্রায় বলে (রাগ করে) যে, আমি তার থেকে বেশি সময় মেশিনের সাথে কাটাই।’ - সালাহ যোগ করেন।

নিজেকে ফিট রাখতে ডায়েট করেন সালাহ। এক্ষেত্রে নিজের প্রিয় খাবার পরিহার করতে কোনোরকম আপোষ করেন না। বার্গারের প্রতি তার অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও তা এড়িয়ে চলেন। সালাহ বলেন, ‘আমি ব্রকলি, মিষ্টি আলু, মাছ, চিকেন এবং সবসময় সালাদ পছন্দ করি।’

মাঠে সালাহ বেশ ঠান্ডা মাথায় খেলেন। যার জন্য তাকে কেউ আহত করলেও উচ্চবাক্য করেন না। এ ক্ষেত্রে সালাহর নীতি হলো, আহত হয়ে মাঠে পড়ে না থেকে উঠে দাঁড়াতে হবে। মিশরীয় তারকা বলেন, ‘যদি আমাকে ফাউল করা হয়, আমি উঠে পড়ি। রেফারির কাছে অভিযোগ করি না। ভালো ফুটবল খেলতে হলে উঠে দাঁড়াতে হবে, এতটুকুই! মাটিতে ঘোরাফেরা করার কোনো মানে নেই।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

জিদানের পিএসজির কোচ হওয়ার খবর ‘ভিত্তিহীন’

জিদানের পিএসজির কোচ হওয়ার খবর ‘ভিত্তিহীন’

আবেগঘন চিঠিতে ম্যানইউকে বিদায় জানালেন মাতা

আবেগঘন চিঠিতে ম্যানইউকে বিদায় জানালেন মাতা

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করলেন রবার্তো

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করলেন রবার্তো

অভিনয়ে নাম লেখালেন মেসি

অভিনয়ে নাম লেখালেন মেসি