ভারতের মোহনবাগানে খেলবেন পল পগবার ভাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৫ জুন ২০২২
ভারতের মোহনবাগানে খেলবেন পল পগবার ভাই

ভারতীয় ফুটবলে বেশ কয়েক বছর ধরেই ইউরোপের নামকরা ফুটবলার আসছেন খেলতে। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দলগুলো একের পর বড় বড় তারকা খেলোয়াড় ও কোচ এনে সাড়া ফেলে দিয়েছেন। এবার ফরাসি মিডফিল্ডার পল পগবার আপন বড় ভাই ফ্লোরেন্তিন পগবাকে দলে ভিড়িয়েছে ভারতের কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব এটিকে মোহনবাগান।

ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব সোশো থেকে মোহনবাগানে পাড়ি জমালেন ফ্লোরেন্তি। আসন্ন আইএসএলের জন্যই তাকে দলে ভিড়িয়েছে কলকাতার অন্যতম পুরোনো ক্লাবটি।

ছোট ভাই পল পগবার সাথে মিল খুবই কম বড় ভাই ফ্লোরেন্তিন পগবার। ছোট ভাই মাঝ মাঠে খেললেও বড় ভাই খেলেন রক্ষণভাগে।

ফ্রান্সের ক্লাব ছেড়ে ভারতে যাওয়ার কারণও জানিয়েছেন ফ্লোরেন্তিন। তাকে মোহনাবগান ক্লাবের ঐতিহ্য, সমর্থক ও ভারতের ফুটবল তাকে এখানে আসতে আগ্রহী করেছে বলে জানিয়েছেন তিনি।

নিষেধাজ্ঞা এড়াতে ভারতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের নির্দেশ ফিফার

বলেন, “ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে আমাকে অনেক কিছু জানতে হবে। তবে আমি ভারতের ফুটবল সম্পর্কে নিকোলাস আনেলকা ও রবার্ত পিরেসদের মতো খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু শুনেছি। মোহনবাগানের অংশ হতে পেরে আমি গর্বিত। মোহনবাগান একটা ঐতিহ্যবাহী ক্লাব, যাদের অনেক ভক্ত-সমর্থক আছে। এশিয়ার অন্যতম বড় ক্লাব এটা। ৭০ হাজার সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি আমি।”

বড় ভাইয়ের নতুন ক্লাবে যোগ দেওয়াতে শুভেচ্ছা জানিয়েছেন ছোট ভাই পল পগবা। ইনস্টাগ্রামে নিজের একাউন্টে পল বলেন, “নতুন ক্লাবে তোমাকে অনেক শুভকামনা জানাই ফ্লোরেন্তিন।”

তবে বড় ভাই দল পেয়ে গেলেও ছোট ভাই পল পগবা এখনো ক্লাবহীন। আগেই জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চুক্তি নবায়ন করবেন না। ফলে নতুন কোনো ক্লাবেই যাবেন তিনি।

sportsmail24

যদিও গুঞ্জন রয়েছে পুরোনো ঠিকানা ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যেতে পারেন পল। কিন্তু এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

জাতীয় দলেও পার্থক্য রয়েছে দুই ভাইয়ের। ছোট ভাই পল পগবা ফ্রান্সের হয়ে খেললেও বড় ভাই ফ্লোরেন্তিন খেলেন গিনির হয়ে। জাতীয় দলের হয়ে ৩১টি ম্যাচে মাঠে নেমেছেন বড় পগবা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বেতন নিয়ে মতবিরোধ, ৬০ মিলিয়ন পাউন্ডে সালাহকে ছাড়তে রাজি লিভারপুল

বেতন নিয়ে মতবিরোধ, ৬০ মিলিয়ন পাউন্ডে সালাহকে ছাড়তে রাজি লিভারপুল

পদ্মা সেতু: বাড়বে বিসিবির দৃষ্টি, গতিশীল হবে দক্ষিণাঞ্চলের ক্রিকেট

পদ্মা সেতু: বাড়বে বিসিবির দৃষ্টি, গতিশীল হবে দক্ষিণাঞ্চলের ক্রিকেট

রোনালদোর সাথে লেভানডোভস্কির অদল-বদল চায় বায়ার্ন মিউনিখ

রোনালদোর সাথে লেভানডোভস্কির অদল-বদল চায় বায়ার্ন মিউনিখ

লেভানডোভস্কির জন্য বার্সেলোনার কাছে ৬০ মিলিয়ন ইউরো চায় বায়ার্ন

লেভানডোভস্কির জন্য বার্সেলোনার কাছে ৬০ মিলিয়ন ইউরো চায় বায়ার্ন