আগেই মেসি-নেইমারের জার্সি চেয়ে রাখলেন ইসরায়েলি ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৬ আগস্ট ২০২২
আগেই মেসি-নেইমারের জার্সি চেয়ে রাখলেন ইসরায়েলি ফুটবলার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে ম্যাকাবি হাইফা। ইসরায়েলের এই ক্লাবটি আগেও দুইবার চ্যাম্পিয়নস লিগে খেললেও পার করতে পারেনি গ্রুপ পর্বের বাঁধা। এবারো পারবে কি-না তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। অবশ্য তার আগেই আলোচনায় এসেছে, তাদের ক্লাবের দুই ফুটবলার মাঠে নামার আগেই মেসি-নেইমারের কাছে চেয়ে রেখেছেন তাদের জার্সি।

ম্যাচ শেষে বহুবার প্রতিপক্ষের সাথে জার্সি বদল করেছেন মেসি ও নেইমার। তবে এর আগে কেউ এইভাবে আগে থেকেই জার্সি চেয়ে রেখেছেন কি-না তা হয়তো তাদের জানা নাই। এবার মাঠে নামার আগেই আগাম বুকিং দিয়ে রাখলেন ইসরায়েলের দুই ফুটবলার।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে তুরস্কের ইস্তানবুলে বসেছিল চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান। সেখানেই গ্রুপ ‘এইচ’-এ পিএসজি, জুভেন্তাস ও বেনফিকার সঙ্গী হয়েছে ম্যাকাবি হাইফা।

গ্রুপের অন্যান্য দলগুলোর চেয়ে কয়েক ক্রোশ পিছিয়ে থাকবে ম্যাকাবি হাইফি। তাই তো খেলার চেয়ে মেসি-নেইমারদের জার্সিই হয়তো বেশি টানছে তাদের। ড্রয়ের পর ম্যাকাবি হাইফার ২৯ বছর মিডফিল্ডার ওমের আতজিল্লি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে মেসি ও নেইমারকে ট্যাগ করেন। সেখানে লিখেন, “আমাদের জন্য জার্সি, প্লিজ।”

এর আগেও দুইবার চ্যাম্পিয়নস লিগে খেলেছিল ম্যাকাবি হাইফা। ২০০২-০৩ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল তারা। সেবার ইংলিশ ক্লাবটির কাছে দুই লেগ মিলিয়ে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। এর ৭ বছর পর ২০০৯-১০ মৌসুমে ইউরোপ সেরা মঞ্চে ফিরেছিল। গ্রুপপর্বেই বেজেছিল তাদের বিদায় ঘণ্টা। 

এক যুগ পর চ্যাম্পিয়নস লিগে ফিরে এবারো হয়তো তাদের সঙ্গী হবে একরাশ হতাশা। সেই হতাশা ভুলতে মেসি-নেইমারদের জার্সিকে সঙ্গী করতে চান ওই দুই ফুটবলার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

পিএসজির ড্রেসিংরুমে নেইমার-এমবাপের তর্কাতর্কি

পিএসজির ড্রেসিংরুমে নেইমার-এমবাপের তর্কাতর্কি

১৭ বছর পর ব্যালন ডি'অর জয়ের লড়াইয়ে নেই মেসি

১৭ বছর পর ব্যালন ডি'অর জয়ের লড়াইয়ে নেই মেসি

ইকার্দিকে পঞ্চম স্তরের লিগে পাঠানোর হুমকি পিএসজির

ইকার্দিকে পঞ্চম স্তরের লিগে পাঠানোর হুমকি পিএসজির