ঘোষণা অনুযায়ী বিদায় বললেন ইনিয়েস্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০২ জুলাই ২০১৮
ঘোষণা অনুযায়ী বিদায় বললেন ইনিয়েস্তা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন স্পেনের তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। চলতি ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন স্পেনের তারকা মিডফিল্ডার ইনিয়েস্তা।

রোববার রাশিয়ার বিপক্ষে স্পেনের শেষ ষোলোর ম্যাচের নির্ধারিত ৯০ ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা ছিল। এরপর টাইব্রেকারে ৪-৩ গোলে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় স্পেনের।

নিজের অবসরের ব্যাপারে ম্যাচ শেষে ইনিয়েস্তা বলেন, ‘স্পেনের হয়ে এটিই ছিল আমার শেষ ম্যাচ। জাতীয় দলের হয়ে দুর্দান্ত সময় পার করলাম। তবে সব সময় শেষটা স্বপ্নের মতো হবে না।’

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়ার বিষয়ে গত মে মাসেই ঘোষণা দিয়ে রেখেছিলেন ইনিয়েস্তা। স্পেনের হয়ে ১৩১ ম্যাচে ১৩ গোল করেছেন ৩৪ বছর বয়সী ইনিয়েস্তা। ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস ও জাভি হার্ন্দান্দেজের পর স্পেনের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার খেলোয়াড় ইনিয়েস্তা।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিয়েস্তার একমাত্র গোলে শিরোপা জিতেছিল স্পেন। বিশ্বকাপ ছাড়াও স্পেনের হয়ে দু’টি ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছেন তিনি।

গত মৌসুমে ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে নিজের ক্যারিয়ারেরও ইতি টানেন ইনিয়েস্তা। আগামী মৌসুম থেকে জাপানিজ ক্লাব ভিসেল কবের হয়ে মাঠে নামবেন বার্সার হয়ে ৪৪২ ম্যাচে ৩৫ গোল করা ইনিয়েস্তা।


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোদের শুভকামনায় দেশের প্রেসিডেন্ট

রোনালদোদের শুভকামনায় দেশের প্রেসিডেন্ট

মেসি-রোনালদো বিহীন বিশ্বকাপ ‘লজ্জার’

মেসি-রোনালদো বিহীন বিশ্বকাপ ‘লজ্জার’

ট্রাইব্রেকারে স্পেনের বিদায়, কোয়ার্টারে রাশিয়া

ট্রাইব্রেকারে স্পেনের বিদায়, কোয়ার্টারে রাশিয়া

ব্রাজিলকে হারিয়ে খরা কাটাতে চায় মেক্সিকো

ব্রাজিলকে হারিয়ে খরা কাটাতে চায় মেক্সিকো