বার্সেলোনায় ফিরেছেন ‘ঘরের ছেলে’ বেয়েরিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২
বার্সেলোনায় ফিরেছেন ‘ঘরের ছেলে’ বেয়েরিন

বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় ফুটবলে হাতেখড়ি হেক্টর বেয়েরিনের। সেখান থেকে আর্সেনালের একাডেমি পেরিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু গানারদের জার্সিতেই। সেখানেই নিজেকে প্রমাণ করেন সেরা রাইট ব্যাক। তখন থেকেই বার্সেলোনার নজরে ছিলেন। কাতালুনিয়ায় ফিরতে পারেননি, এবার ফিরেছেন শৈশবের ক্লাবে।

দল-বদলের শেষ দিনে হেক্টর বেয়েরিনকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় বার্সেলোনা। জাভির দলে রাইট ব্যাক পজিশনে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন এই ফুটবলার।

২০১২ সালে আর্সেনালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বেয়েরিন। পরের মৌসুমে অবশ্য ধারে খেলেছিলেন ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডের জার্সিতে। পরে ওয়াটফোর্ড থেকে আর্সেনালে ফিরে নিজেকে প্রমাণ করেন বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক হিসেবে।

তখন থেকেই তাকে দলে পেতে মরিয়া ছিল বার্সেলোনা। আর্সেনালের সাথে মতৈক্যে পৌঁছাতে না পারায় তাকে দলে নিতে পারেনি কাতালানরা। তবে শেষ পর্যন্ত ২০২২-২৩ মৌসুমে তাকে দলে নিলো বার্সেলোনা।

আর্সেনালের জার্সিতে নিজেকে প্রমাণ করা বেয়েরিনের ক্যারিয়ার গ্রাফ অবশ্য এখন নিচের দিকে। আর্সেনালে নিজেকে আর প্রমাণ করতে পারবেন না এমন শঙ্কা থাকায় ধারে এসেছিলেন রিয়াল বেতিসে। সেখান থেকে পূর্ণাঙ্গ চুক্তিতে বার্সেলোনায় যোগ দিলেন।

এক মৌসুমের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছেন বেয়েরিন। এই সময়ের মধ্যে তাকে কিনতে হলে অন্য দলগুলোকে খরচ করতে হবে ৫০ মিলিয়ন ইউরো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানসিটিতেই থাকছি: বার্নাডো সিলভা

ম্যানসিটিতেই থাকছি: বার্নাডো সিলভা

লেভানডোভস্কির প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনা কোচ জাভি

লেভানডোভস্কির প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনা কোচ জাভি

একাদশে জায়গা হারিয়ে বার্সেলোনা ছাড়লেন উমতিতি

একাদশে জায়গা হারিয়ে বার্সেলোনা ছাড়লেন উমতিতি

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা