দর্শকের ফোনে রিপ্লে, নিষিদ্ধ হলো রেফারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৩ মার্চ ২০২৩
দর্শকের ফোনে রিপ্লে, নিষিদ্ধ হলো রেফারি

মিশরীয় দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের এক ম্যাচে দর্শকের মোবাইল ফোনে রিপ্লে দেখে গোল বাতিল করার অপরাধে নিষিদ্ধ হয়েছেন রেফারি মোহাম্মদ ফারুক। শুক্রবার (১৭ মার্চ) আল-নাসর ধারণা করেছিল সুয়েজের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে তারা সমতা সমতা ফিরিয়েছে।

মিশরীয় দ্বিতীয় টায়ারের লিগে কোন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার নেই। তবে ফারুক মোবাইল ফোনে রিপ্লে দেখে হ্যান্ডবলের কারণে তা বাতিল করে। স্বাগতিক দল হ্যান্ডবলের কারণে গোলটি নিয়ে প্রতিবাদ জানালে রিপ্লে দেখার সিদ্ধান্ত নেন ফারুক। এরপর গোলটি বাতিল করেন ফারুক।

চলতি মাসে মিশরীয় রেফারিজ কমিটির প্রধান হিসেবে মার্ক ক্ল্যাটেনবার্গের স্থলাভিষিক্ত ভিটোর পেরেইরা ওই ম্যাচের পুরো রেফারিং স্টাফকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ সম্পর্কে মিশরীয় এফএ জানিয়েছে, “ম্যাচটির রেফারি মোহাম্মদ ফারুক ফুটেজ দেখার জন্য মোবাইল ফোন ব্যবহার করেছেন, এই ঘটনাটি তদন্ত করার সিদ্ধান্ত নেয় কমিটি।”

বাতিল হওয়া গোলটির পরপরই সুয়েজ ম্যাচের তৃতীয় গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। পুরো ম্যাচে ১৫ মিনিট স্পটেজ টাইম হিসেবে খেলানো হয়েছে।

ম্যাচ শেষে আল-নাসরের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতিবাদের মুখে পুলিশ প্রহরায় ফারুক ম্যাচ শেষে মাঠ ত্যাগ করেন। আইন ভঙ্গ করার কারণে ফারুকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে আল-নাসর।


শেয়ার করুন :