বছরের প্রথম জয়ের দেখা রিয়ালের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ এএম, ১০ জানুয়ারি ২০১৯
বছরের প্রথম জয়ের দেখা রিয়ালের

নতুন বছরে প্রথম জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। লেগানেসকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেলো রিয়াল।

সার্জিও রামোস, কাসেমিরো, বেনজেমা ও ভাসকেজদের নিয়ে শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছিলেন সোলারি। কিন্তু আলো কেড়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সতীর্থ লুকাস ভাসকেজকে দিয়ে গোল করানোর পাশাপাশি ব্রাজিলিয়ান এই তারকা নিজেও গোল করেন। রিয়ালের বাকি গোলটি পেনাল্টি থেকে রামোসের।

৪৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওজোলা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে ক্যারিয়ারের শততম গোলটি তুলে নেন রামোস। রিয়ালের জার্সিতে ৮০, সেভিয়ার হয়ে ৩ আর স্পেন জাতীয় দলের হয়ে ১৭ গোল করেছেন এই ডিফেন্ডার।

রামোস শততম গোল পেলেও এ ম্যাচে রিয়াল কোচ সোলারির মন জিতেছেন ভিনিসিয়ুস। গত বছরের জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এই ফরোয়ার্ড লা লিগায় দলের একাদশের হয়ে মাত্র একবারই মাঠে নেমেছেন।

৬৮ মিনিটে ভাসকেজকে দিয়ে গোল করানোর পর ৭৭ মিনিটে দুর্দান্ত ভলিতে ম্যাচের শেষ গোলটি করেন ভিনিসিয়ুস। ৭৮ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নতুন ‘রিক্রুট’ ব্রাহিম দিয়াজকে মাঠে নামান সোলারি। ম্যানচেষ্টার সিটি থেকে এ মাসেই রিয়ালে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। এই ম্যাচ দিয়ে তাঁর অভিষেক ঘটল রিয়ালের জার্সিতে।


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার মার্টিনোকে কোচ নিয়োগ দিল মেক্সিকো

আর্জেন্টিনার মার্টিনোকে কোচ নিয়োগ দিল মেক্সিকো

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল এফএ কাপে বিদায়

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল এফএ কাপে বিদায়

টানা দ্বিতীয়বার আফ্রিকান বর্ষসেরা সালাহ

টানা দ্বিতীয়বার আফ্রিকান বর্ষসেরা সালাহ

কী ঘটতে যাচ্ছে কোম্পানির ভাগ্যে?

কী ঘটতে যাচ্ছে কোম্পানির ভাগ্যে?