স্ট্রাসবুর্গের সাথে ড্রয়ে অপেক্ষা বাড়লো পিএসজির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ০৮ এপ্রিল ২০১৯
স্ট্রাসবুর্গের সাথে ড্রয়ে অপেক্ষা বাড়লো পিএসজির

শিরোপা প্রায় নিশ্চিতই করে ফেলেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। রবিবার ম্যাচ জিতলেই লিগ ওয়ান শিরোপার উদযাপনটা হয়ে যেত অগ্রিম। কিন্তু ঘরের মাঠে মৌসুমে এবারই প্রথম পয়েন্ট খুইয়ে ফেলায় শিরোপা উদযাপনের অপেক্ষা বাড়লো পিএসজির। স্ট্রাসবুর্গের সঙ্গে ড্র করেছে ২-২ গোলে।

লিল ১-১ গোলে ড্র করাতে সুযোগটা ছিলো পিএসজির সামনে। কিন্তু এই ড্রয়ের ফলে টুখেলের শিষ্যদের পয়েন্ট দাঁড়িয়েছে ৩০ খেলায় ৮১। দ্বিতীয় স্থানে থাকা লিলের সংগ্রহ ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট।

কিলিয়ান এমবাপে বেঞ্চে থাকায় আক্রমণে ধার কম ছিলো পিএসজির। তার ওপর দি মারিয়া, কাভানি ও নেইমাররা চোটে থাকায় ম্যাক্সিম চুপো মোটিংই ছিলেন পিচের একমাত্র স্ট্রাইকার। তাই ম্যাচের ১৩ মিনিটে এরিক ম্যাক্সিম চুপো মোটিংয়ের গোলে এগিয়ে শুরু করলেও সেই অগ্রগামিতা আর ধরে রাখতে পারেনি পিএসজি।

উল্টো এই অর্ধে দুবার গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় স্ট্রাসবুর্গ। ২৬ মিনিটে নুনো দা কস্তা ও ৩৮ মিনিটে অ্যান্থনি গনকালভেসের গোলে স্কোর দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে অবশ্য কিলিয়ান এমবাপেকে মোটিংয়ের জায়গায় নামিয়েছিলেন টুখেল। তাতে আক্রমণে ধার বেড়েছিলো পিএসজির। একই সঙ্গে অস্বস্তিতে পড়ে গিয়েছিলো স্ট্রাসবুর্গ। বেশ কয়েকবার তাদের রক্ষণে হানা দিয়েছিলেন। কিন্তু সেই আক্রমণে লক্ষ্যভেদ আর হয়নি।

৬৯ মিনিটে দানি আলভেস সমতা ফেরানোর সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হয়েছে তা। অবশেষে ম্যাচ শেষের ৮ মিনিট আগে কেহরের হেডে ২-২ ড্র নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

এই ড্রয়ের পর আগামী রবিবার লিলের বিপক্ষে হার এড়াতে পারলেই ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে প্যারিস সেন্ত জার্মেই।


শেয়ার করুন :


আরও পড়ুন

গোল খেয়েও জুভেন্টাসের জয়, শিরোপার আরও কাছে

গোল খেয়েও জুভেন্টাসের জয়, শিরোপার আরও কাছে

এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের এয়ারলাইন্স পার্টনার বিমান

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের এয়ারলাইন্স পার্টনার বিমান

শিরোপার আরও কাছে বার্সেলোনা

শিরোপার আরও কাছে বার্সেলোনা