গালির শাস্তিতে ৮ ম্যাচ নিষিদ্ধ কস্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৩ এপ্রিল ২০১৯
গালির শাস্তিতে ৮ ম্যাচ নিষিদ্ধ কস্তা

বার্সেলোনার বিপক্ষে লা লিগার মাচে রেফারিকে গালি দিয়েছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার দিয়েগো কস্তা। গালি দেয়ার অপরাধে তাকে ৮ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গত শনিবার ক্যাম্প ন্যুতে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ওই ম্যাচে ২৮তম মিনিটে রেফারির এক সিদ্ধান্তে ক্ষেপে গিয়ে মুখের সামনে আপত্তিজনকভাবে প্রতিবাদ করেন দিয়েগো কস্তা। পরে তাকে লাল কার্ড দেখান রেফারি।

ব্রাজিলে জন্ম নেওয়া এই স্প্যানিয়ার্ড রেফারির মাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন ওই রেফারি। এ অভিযোগ অবশ্য প্রত্যাখান করেছেন কস্তা।

রেফারিকে অপমান করায় ৪ ম্যাচ এবং রেফারির শরীর স্পর্শ করায় (বাহু ধরে ছিলেন) আরও ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে।

এদিকে মোট ৮ ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় লা লিগার এবারের আসরে আটলেটিকোর বাকি ম্যাচগুলোয় আর খেলা হবে না কস্তার।


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানইউয়ের মাঠে বার্সেলোনার প্রথম জয়

ম্যানইউয়ের মাঠে বার্সেলোনার প্রথম জয়

ম্যানইউয়ের বিপক্ষে রক্ত ঝরল মেসির

ম্যানইউয়ের বিপক্ষে রক্ত ঝরল মেসির

ফুটবল ম্যাচে সংঘর্ষে ১৪০ সমর্থক গ্রেপ্তার

ফুটবল ম্যাচে সংঘর্ষে ১৪০ সমর্থক গ্রেপ্তার

ফের বাংলাদেশে আসতে পারেন মেসিরা

ফের বাংলাদেশে আসতে পারেন মেসিরা