শেষ মুহূর্তের গোলে অপেক্ষা বাড়লো চেলসির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২১ এএম, ২৮ নভেম্বর ২০১৯
শেষ মুহূর্তের গোলে অপেক্ষা বাড়লো চেলসির

জয় পেলেই চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট নিশ্চিত -এমন লক্ষ্যে মাঠে নেমেছিল চেলসি। লক্ষ্য অর্জনে শুরু দুর্দান্ত খেললেও শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারিয়ে চেলসি। ফলে নক-আউট পর্ব নিশ্চিত করতে তাদের অপক্ষো আরও বেড়েছে।

ভালো সম্ভাবনা জাগিয়ে খেলছিল চেলসি। বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল চেলসি। তবে শেষ পর্যন্ত ২-২ ড্র করে ফিরেছে চেলসি। পাঁচ ম্যাচ শেষে দু’দলের পয়েন্ট এখন সমান ৮।

ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের ৪০তম মিনিটে গোল হজম করে আতিথ্য নেওয়া চেলসি। রদ্রিগোর অ্যাসিস্টে স্বাগতিকদের লিড পাইয়ে দেন কার্লোস সলের। পরের মিনিটেই সমতায় ফেরে ব্লুজরা। মাতেও কোভাসিচের দূর পাল্লার শট ভ্যালেন্সিয়ার জাল খুঁজে নেয়। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে এগিয়ে যায় চেলসি। মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিক দলকে ২-১ গোলে এগিয়ে নেন। ম্যাচের ৬১ মিনিটের মাথায় হোসে গায়া ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। দানি পারেহোর জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন চেলসির গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল চেলসি। তবে ৮২তম মিনিটে স্বাগতিক ভ্যালেন্সিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন ড্যানিয়েল ভ্যাস। ২-২ গোলে সমতায় ফেরার পর আর কোন দল গোল করতে পারেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

নাপোলিতে আটকে গিয়ে অপেক্ষা বাড়লো লিভারপুলের

নাপোলিতে আটকে গিয়ে অপেক্ষা বাড়লো লিভারপুলের

৭শ’তম ম্যাচে মেসির রেকর্ড, গ্রুপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

৭শ’তম ম্যাচে মেসির রেকর্ড, গ্রুপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

১৫ মিনিটেই চার গোল, লেভানডোভস্কির ইতিহাস

১৫ মিনিটেই চার গোল, লেভানডোভস্কির ইতিহাস

রিয়ালকে হতাশ করলো পিএসজি, দুর্দান্ত নেইমার-এমবাপে

রিয়ালকে হতাশ করলো পিএসজি, দুর্দান্ত নেইমার-এমবাপে