ডর্টমুন্ডের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে সংশয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০
ডর্টমুন্ডের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে সংশয়

বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ফিটনেস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পিএসজি বস থমাস টাচেল নিজে এ শঙ্কা প্রকাশ করেছেন।

গত ২ ফেব্রুয়ারি (রোবাবর) মন্টেপিলিয়ারের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পাঁজরের ইনজুরির কারণে তিন ম্যাচ খেলতে পারেননি নেইমার। এবার ডর্টমুন্ডের বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দিল শঙ্কা।

এ সম্পর্কে টাচেল বলেছেন, ‘বরুসিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে এখনো আমরা শতভাগ নিশ্চিত নই।’

তবে সপ্তাহের শেষে লিগ ওয়ানে এমিয়েন্সের বিপক্ষে তার খেলা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে পিএসজি। এমন ইঙ্গিতই দিয়েছেন টাচেল। যদিও তার ইনজুরি নিয়ে পিএসজি কোন ধরনের ঝুঁকি নিতে চায় না।

২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন রেকর্ড চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন ২৮ বছর বয়সী নেইমার। গত বছর চ্যাম্পিয়ন্স লিগে এ একই পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজিত ম্যাচেও পায়ের ইনজুরির কারণে খেলতে পারেননি নেইমার।

নেইমার ছাড়াও ফরাসি কাপে খেলতে পারেননি মারকুইনহোস, প্রিসনেল কিম্পেম্বে, মার্কো ভেরাত্তি ও ইদ্রিসা গুয়ে। শনিবার এমিয়েন্সের বিপক্ষেও তাদের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

উল্লেখ্য, পিএসজি কখনই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পরে আর খেলতে পারেননি।


শেয়ার করুন :


আরও পড়ুন

জুভেন্টাসের সাথে সিজিসনির চুক্তি নবায়ন

জুভেন্টাসের সাথে সিজিসনির চুক্তি নবায়ন

আর্সেনাল নিয়ে মুখ খুললেন এমেরি

আর্সেনাল নিয়ে মুখ খুললেন এমেরি

রোনালদোর রেকর্ড গোলেও জুভেন্টাসের পরাজয়

রোনালদোর রেকর্ড গোলেও জুভেন্টাসের পরাজয়

আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে অলিম্পিকে ব্রাজিল

আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে অলিম্পিকে ব্রাজিল