বাফুফের নির্বাচনে প্রতিনিধি পাঠাবে না ফিফা-এএফসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২২ মার্চ ২০২০
বাফুফের নির্বাচনে প্রতিনিধি পাঠাবে না ফিফা-এএফসি

বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ৩০ এপ্রিল। আর তাই নতুন কমিটি দিতে ২০ এপ্রিল (সোমবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে কোনো প্রতিনিধি পাঠাবে না ফিফা ও এএফসি।

তবে প্রতিনিধি না আসলেও দুটি সংস্থা বাফুফের নির্বাচন পর্যবেক্ষণ করবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ।

আবু নাঈম সোহাগ বলেন, ‘ফিফা জানিয়েছে বিশ্বব্যাপী ফ্লাইট চলাচলে নানা বিধি নিষেধ আছে। এ অবস্থায় তারা প্রতিনিধি পাঠাতে পারবে না। তবে তারা ভিডিও কনফারেন্সের মধ্যে আমাদের সাধারণ সভা ও নির্বাচনে সংযুক্ত থাকবে। দূর থেকে তারা এভাবে সবকিছু পর্যবেক্ষণ করবে।’

সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঘোষণার পর ফিফা ও এএফসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাফুফে। সবকিছু যাতে ঠিকঠাক মতো হয় সে বিষয়ে শুক্রবার (২০ মার্চ) বাফুফেকে চিঠি দিয়ে শুভকামনা জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

তিনি আরও বলেন, এএফসি তাদের জানিয়েছে যে, সাধারণ সভা ও নির্বাচনের তারিখ জানানোর ফলে তারা ধন্যবাদ জানিয়েছে। তবে তারা বলছে, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আমরা হয়তো কোনো প্রতিনিধি পাঠাতে পারবো না। এর ফলে এজিএম ও নির্বাচন শেষ হওয়ার পর সবকিছু জানাতে হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় আক্রান্ত পাওলো মালদিনি ও তার ছেলে

করোনায় আক্রান্ত পাওলো মালদিনি ও তার ছেলে

পিছিয়ে গেলেও নাম পরিবর্তন করবে না ইউরো

পিছিয়ে গেলেও নাম পরিবর্তন করবে না ইউরো

করোনায় আক্রান্ত ম্যানইউয়ের সাবেক তারকা

করোনায় আক্রান্ত ম্যানইউয়ের সাবেক তারকা

করোনায় রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

করোনায় রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু