মারা গেলেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার রবিনসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫১ এএম, ২৯ এপ্রিল ২০২০
মারা গেলেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার রবিনসন

ফাইল ছবি

স্পেনের জনপ্রিয় ধারাভাষ্যকার ও আয়ারল্যান্ডে জন্ম নেয়া লিভাপুলের সাবেক স্ট্রাইকার মাইকেল রবিনসন মারা গেছেন। মূত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার পরিবারের পক্ষ থেকে সোমবার (২৭ এপ্রিল) এ কথা জানানো হয়েছে।

খেলোয়াড়ি জীবন শেষে স্পেনের স্থায়ী নিবাস গড়া রবিনসন নিজেকে জড়ান মিডিয়ার সঙ্গে। ২০১৮ সালের ডিসেম্বরে ক্যান্সারে আক্রান্ত হন রবিনসন। তার নিজ বাড়ি মারবেলায় মারা যান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পরিবারের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, ‘আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, মাইকেল মারা গেছেন। তার মৃত্যু আমাদের শুন্যতার মধ্যে ফেলে দিলো। কিন্তু অসংখ্য স্মৃতি রয়েছে, আপনারা তাকে যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসায় সে পূর্ণ। এই মানুষটিকে খুশি করার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তিনি কখনও একা চলেননি। ধন্যবাদ।’

অ্যানফিল্ডে যাবার আগে, ১৯৮৩ সালে ব্রাইটনের হয়ে এফএ কাপ ফাইনাল খেলেছিলেন প্রিস্টন নর্থ এন্ড ও ম্যানচেষ্টার সিটির রবিনসন। ১৯৮৪ সালে লিভারপুলের হয়ে ট্রেবল জয়ের স্বাদ নেন রবিনসন। লিগ, লিগ কাপ ও ইউরোপিয়ান কাপ জিতেছেন লিভারপুলের হয়ে।

লিভারপুলের ছেড়ে পরবর্তীতে কুইন্স পার্ক রেঞ্জার্সে যোগ দেন রবিনসন। ক্যারিয়ারের শেষ দিকে ওসাসুনায় যোগ দেন তিনি। ১৯৮৯ সালে অবসর নেয়ার পর ফুটবল বিশেষজ্ঞ হিসেবে স্পেনে থেকে যান রবিনসন। রবিনসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার তিন সাবেক ক্লাব- লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও ওসাসুনা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

সফল অস্ত্রপাচারের পর বিশ্রামে কৌতিনহো

সফল অস্ত্রপাচারের পর বিশ্রামে কৌতিনহো

মেসির জার্সি ছাড়া অপূর্ণ স্টার্লিংয়ের সংগ্রহশালা

মেসির জার্সি ছাড়া অপূর্ণ স্টার্লিংয়ের সংগ্রহশালা

অনুশীলন করার অনুমতি পেল রোনালদো-দিবালারা

অনুশীলন করার অনুমতি পেল রোনালদো-দিবালারা

জুনে ফুটবল মৌসুম শুরুর পরিকল্পনা ইএফএলের

জুনে ফুটবল মৌসুম শুরুর পরিকল্পনা ইএফএলের