অবশেষে করোনাকে বিদায় বললেন দিবালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৭ মে ২০২০
অবশেষে করোনাকে বিদায় বললেন দিবালা

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে অবশেষে মুক্ত হলেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা। প্রায় দেড় মাস পর এ ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত হলেন তিনি।

বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওলো দিবালা নিজেই এ সুখবর জানান। মুক্ত আকাশের দিকে হাত উচিয়ে রাখা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, ‘আমার চেহারাই সব কিছু পরিস্কার করে বলে দিচ্ছে। আমি এখন পুরোপুরি কভিড-১৯ মুক্ত।’

দিবালার ক্লাব জুভন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন আর তাকে কোয়ারেন্টিনে থাকাতে হবে না। কারণ, দিবালা এখন পুরোপুরি করোনামুক্ত।

জুভ সতীর্থ ড্যানিয়েল রুগানি এবং ব্লাইজ মাতুইদিও দিবালার মতো করোনাভাইরাসে আক্রান্ত হন। ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রোটোকল অনুসারে পাওলো দিবালা কভিড-১৯ এর জন্য ডায়াগনস্টিক টেস্টের ডাবল চেক হয়েছে। দুইবারই নেগেটিভ এসেছে। সুতরাং দিবালা সুস্থ হয়ে উঠেছে এবং আর তাকে হোম আইসোলেশনে থাকবে হবে না।’

গত ২১ মার্চ বান্ধবীসহ দিবালার শরীরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে সুস্থই হচ্ছিলেন না তিনি। গত ছয় সপ্তাহে চারবার করোনা টেস্ট করানো হলে প্রতিবারই দিবালার শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এদিকে করোনা আতঙ্ক কাটিয়ে গত মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছে জুভেন্টাসের ফুটবলাররা। সামাজিক দূরত্ব মেনেই আলাদাভাবে অনুশীলন করছেন তারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা মুক্ত হতে পারছেন না দিবালা

করোনা মুক্ত হতে পারছেন না দিবালা

অনুশীলন করার অনুমতি পেল রোনালদো-দিবালারা

অনুশীলন করার অনুমতি পেল রোনালদো-দিবালারা

করোনার অভিজ্ঞতা জানালেন দিবালা

করোনার অভিজ্ঞতা জানালেন দিবালা

দিবালার অসাধারণ গোলে শীর্ষে জুভেন্টাস

দিবালার অসাধারণ গোলে শীর্ষে জুভেন্টাস