পর্তুগিজ লিগ শুরুর তারিখ চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৩ মে ২০২০
পর্তুগিজ লিগ শুরুর তারিখ চূড়ান্ত

করোনাভাইরাসের কারণে দুই মাস বন্ধ থাকার পর ৪ জুন থেকে শুরু হচ্ছে পর্তুগালের ফুটবল প্রিমিয়ার লিগার বাকি মৌসুম। দেশটির ফুটবল লিগ মঙ্গলবার (১২ মে) এ ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে লিগের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি স্টেডিয়ামগুলো পেশাদার ব্যক্তিদের দিয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হয়েছে। আশা করছি ৪ তারিখ (জুনের) থেকে লিগা পর্তুগালের ২৫তম রাউন্ডের ম্যাচ শুরু করতে পারবো।’

গত মাসের শেষে পর্তুগালের প্রধানমন্ত্রী এন্টোনিও কস্তা ঘোষণা দিয়েছিলেন দেশের শীর্ষ ফুটবল লিগ মে মাসের শেষ সপ্তাহে শুরু করা যেতে পারে। এর আগে গত ১২ মার্চ থেকে করোনার কারণে বন্ধ রয়েছে পর্তুগিজ লিগ।

দেশটির সরকার অবশ্য জানিয়েছে, কঠোর স্বাস্থ্যবিধি মেনেই লিগের খেলা শুরু করতে হবে। প্রতি সপ্তাহে দুটি করে করোনা পরীক্ষায় পাস করতে হবে খেলোয়াড়দের। ম্যাচগুলো সীমিত সংখ্যক স্টেডিয়ামে আয়োজিত হবে।

বেনফিকার মিডফিল্ডার ডেভিড তাভারেজের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ার একদিন পরেই লিগ শুরুর ঘোষণা আসলো। সব মিলিয়য়ে প্রিমিয়ার লিগায় অন্তত আটজন খেলোয়াড়ের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন বেনফিকার থেকে এক পয়েন্ট এগিয়ে পোর্তো বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল ফেরানোর তড়িঘড়িতে চটেছেন স্টার্লিং

ফুটবল ফেরানোর তড়িঘড়িতে চটেছেন স্টার্লিং

পিছিয়ে গেল অনূর্ধ্ব-১৭ প্রমিলা বিশ্বকাপ

পিছিয়ে গেল অনূর্ধ্ব-১৭ প্রমিলা বিশ্বকাপ

জুনে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

জুনে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

খেলা শুরুর ঘোষণার পর করোনা পজিটিভ, পুরো দল কোয়ারেন্টিনে

খেলা শুরুর ঘোষণার পর করোনা পজিটিভ, পুরো দল কোয়ারেন্টিনে