করোনায় টিকিয়ে রাখলো মেসির রাজত্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৪ মে ২০২০
করোনায় টিকিয়ে রাখলো মেসির রাজত্ব

ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বই এখন বন্দি। জীবনযাত্রার সাথে থমকে রয়েছে সবধরনের খেলাধুলা। স্থগিত হয়ে গেছে বৈশ্বিক সব খেলার টুর্নামেন্। এবার সেই তালিকায় যুক্ত হলো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট-২০২০’।

চলতি বছরের সেপ্টেম্বরে মিলানে বিশ্বসেরা ফুটবলার ঘোষণার এ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তা বাতিল করেছে।

এর ফলে লিওনেল মেসির কাছে আরও এক বছর থেকে যাচ্ছে শ্রেষ্ঠত্বের রাজত্ব। কারণ, গত বছর রোনালদো ও ফন ডাইককে পেছনে ফেলে বিশ্বসেরার মুকুট জিতেছিলেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক সংবাদে বলা হয়, অনুষ্ঠানটি এ বছর (২০২০) আর হচ্ছে না। তাতে এবার পুরস্কারটিও জেতার সুযোগ নেই কারও। সেই হিসেবে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কাছেই আরও এক বছর থেকে যাচ্ছে শ্রেষ্ঠত্বের রাজত্ব।

গত বছর ফিফা বেস্ট পুরস্কারের সেরা তিনে ছিলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ফার্জিল ফন ডাইক। রোনালদো ও ফন ডাইককে পেছনে ফেলে বিশ্বসেরার মুকুট জয় করেন মেসি। তবে এবার এ ঘোষণাটি না আসায় ২০১৯-২০ মৌসুমে ফিফা বেস্ট পুরস্কারের বিজয়ীর নামের ঘরটি ফাঁকা থেকে যাচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠের অনুশীলনে মেসিরা, প্রাণ ফিরছে ফুটবলে

মাঠের অনুশীলনে মেসিরা, প্রাণ ফিরছে ফুটবলে

বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বে পুরস্কৃত মেসি

বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বে পুরস্কৃত মেসি

বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম জয়ের রেকর্ড

বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম জয়ের রেকর্ড

সঙ্কটের মুখে বার্সেলোনাকে বাঁচালেন মেসি

সঙ্কটের মুখে বার্সেলোনাকে বাঁচালেন মেসি