কৌতিনহোর জন্য ১২০ মিলিয়ন ইউরো ব্যয় করতে নারাজ বায়ার্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৩ মে ২০২০
কৌতিনহোর জন্য ১২০ মিলিয়ন ইউরো ব্যয় করতে নারাজ বায়ার্ন

ফাইল ছবি

ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোকে বার্সেলোনা থেকে স্থায়ীভাবে দলে ভেড়াতে বায়ার্ন মিউনিখের সামনে যে ১২০ মিলিয়ন ইউরোর সুযোগ ছিল সেটা কাজে লাগাবে না জার্মান জায়ান্টরা। স্থানীয় গণমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে।

রুমেনিগে বলেন, ‘এই সুযোগ কাজে লাগানোর সময় শেষ হয়ে গেছে। এখন আমরা আগামী মৌসুমের জন্য নিজেদের মধ্যে দল গোছানোর পরিকল্পনা শুরু করবো।’

গত বছর আগস্টে বার্সেলোনা থেকে ধারে বায়ার্নে যোগ দিয়েছিলেন কৌতিনহো। কিন্তু জার্মান চ্যাম্পিয়নদের হয়ে নিজেকে ধারাবাহিকভাবে মেলে ধরতে পারেননি। মার্চে করোনার কারণে লিগ বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ২৫টি লিগ ম্যাচের মধ্যে ২৩টিতে খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

এর মধ্যে মাত্র ১৫টিতে ছিলেন মূল দলে। এই ম্যাচগুলোতে করেছেন ৮টি গোল, এসিস্ট করেছেন ৬টিতে। এপ্রিলে গোঁড়ালির অস্ত্রোপচারের কারণে গত সপ্তাহ থেকে শুরু হওয়া করোনা পরবর্তী মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারেননি।

রুমেনিগে আরও ইঙ্গিত দিয়েছেন বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ট্রান্সফার মার্কেটেও বেশ কঠোর থাকবে বায়ার্ন। কোন একজন খেলোয়াড়ের পিছনে ক্লাব রেকর্ড অর্থ দেওয়াই বড় কথা নয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেইমার-এমবাপের ক্লাব

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেইমার-এমবাপের ক্লাব

বার্সেলোনা ছাড়ছে না ভিদাল, গুঞ্জনের অবসান

বার্সেলোনা ছাড়ছে না ভিদাল, গুঞ্জনের অবসান

জুনে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ

জুনে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ

প্রথম সপ্তাহে বুন্দেসলিগার ১৪ খেলোয়াড় ইনজুরিতে

প্রথম সপ্তাহে বুন্দেসলিগার ১৪ খেলোয়াড় ইনজুরিতে