শেরপুরে বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:৩০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৭
শেরপুরে বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠিত

তৃণমূল থেকে খেলোয়াড় তুলে নিয়ে আসার লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী বাংলাদেশ যুব গেমস। শুক্রবার বিকেলে ফুটবল ফাইনালের মধ্য দিয়ে এ গেমসের সমাপিন অনুষ্ঠিত হয়।

স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ছেলেদের ফুটবল ফাইনাল খেলায় শেরপুর সদর উপজেলা দল ২-১ গোলে ঝিনাইগাতী উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া অ্যাথলেটিক্স এবং দাবা টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলাও অনুষ্ঠিত হয়েছে একইদিন।

ফাইনাল খেলা শেষে প্রতিটি ইভেন্টের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের মাঝে প্রাইজমানি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, বিশেষ অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক ১৯ বীর, লে. কর্নেল এস এম মেহেদী হাসান আল আমিন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে স্টেডিয়াম মাঠে নৃত্য, সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয় এবং আতশবাজি পোড়ানো হয়।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো বাংলাদেশ যুব গেমস আয়োজন করে। এতে ফুটবল, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, মুষ্টিযুদ্ধ, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন এ সাতটি ডিসিপ্লিনের ৩০টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত এ যুব গেমসে নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী, ঝিনাইগাতী ও সদর উপজেলার অনূর্ধ-১৭ বছর বয়সী প্রায় তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে।


শেয়ার করুন :


আরও পড়ুন

নড়াইলে উন্নয়নমূলক কাজে মাশরাফি

নড়াইলে উন্নয়নমূলক কাজে মাশরাফি

নাটোরে প্রথমবারের মত হকি টুর্নামেন্ট

নাটোরে প্রথমবারের মত হকি টুর্নামেন্ট

ঢাকায় শুরু হচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স

ঢাকায় শুরু হচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাগুরা

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাগুরা