নাফিস ইকবাল করোনা আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৮ এএম, ২১ জুন ২০২০
নাফিস ইকবাল করোনা আক্রান্ত

প্রাণঘাতি করোনাভাইরাসের ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে। দেশব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে এবার জাতীয় দলের সাবেক ওপেনার ও টাইগার অধিনায়ক তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ জুন) নাফিস ইকবালে পরিবারের সদস্যরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানানো হয়, শারীরিকভাবে তেমন কোন সমস্যা অনুভূত না হওয়ায় চট্টগ্রামে নিজের বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন নাফিস ইকবাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, চার দিন আগে জ্বর হয় নাফিস ইকবালের। পরে করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আছে। তবে বর্তমানে সুস্থ আছেন দেশের সাবেক এই ওপেনার। করোনা থেকে সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নাফিস ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই। জাতীয় দল থেকে অবসরের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়াও ঘরোয়া টুর্নামেন্টের দলে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাফিস ইকবালের। তবে ক্যারিয়ার বেশিদূর এগোয়নি। মাত্র আড়াই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেন সাবেক এই টাইগার ওপেনার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত

মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত

গাঙ্গুলির পরিবারের তিনজন করোনায় আক্রান্ত

গাঙ্গুলির পরিবারের তিনজন করোনায় আক্রান্ত

লাইভে এসে ভালো থাকার বার্তা দিলেন আফ্রিদি

লাইভে এসে ভালো থাকার বার্তা দিলেন আফ্রিদি

মুশফিকের সহায়তায় বগুড়ায় করোনা পরীক্ষা বুথ

মুশফিকের সহায়তায় বগুড়ায় করোনা পরীক্ষা বুথ