মুশফিকের ‘এমআর১৫’ ফাউন্ডেশনের লোগো নির্বাচিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ এএম, ১১ জুলাই ২০২০
মুশফিকের ‘এমআর১৫’ ফাউন্ডেশনের লোগো নির্বাচিত

ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে ১৫ বছর পূর্তি উপলক্ষে ২৬ মে (মঙ্গলবার) ভক্ত-সমর্থকদের উদ্দেশে ‘সারপ্রাইজ’ ঘোষণা করেছিলেন মুশফিকুর রহিম। ‘এমআর১৫’ নামে একটি ফাউন্ডেশন গঠন এবং ফাউন্ডেশনের লোগো ডিজাইনকারী পাঁচজনের সাথে ফাইভ স্টার হোটেলে ডিনারের ঘোষণা দেন তিনি। এবার সেই কাঙ্ক্ষিত লোগো পেয়ে গেছেন মুশফিক।

সারপ্রাইজ ঘোষণার ৪৫তম দিনে (১০ জুলাই, শুক্রবার) নির্বাচিত লোগোসহ বেছে নেওয়া পাঁচটি লোগো এবং ডিজাইনকারী পাঁচজনের নাম প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। শুক্রবার ফেসবকে নিজের ভেরিফায়েড পেজে নির্বাচিত লোগোগুলো প্রকাশ করেন তিনি।

পাঁচটি লোগো থেকে একটি লোগো নির্বাচিত করা হয়েছে। যেটি মুশফিকের ‘এমআর১৫’ ফাউন্ডেশনের লোগো হিসেবে ব্যবহার করা হবে। নির্বাচিত লোগোটির ডিজাইন করেছেন ইয়াসির সিদ্দিক আসিফ।
sportsmail24
ফেসবুক পেজে মুশফিক লিখেন, ‌‘আমার অনেক বছরের স্বপ্ন, আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুন আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল এ সময়ে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই আমার চোখে জয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ।’

তিনি আরও লিখেন, ‘যাঁর লোগো আমি সেরা হিসেবে নির্বাচন করেছি তাঁর নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আপনাকে অভিনন্দন। ইনশা আল্লাহ যে পাঁচজন প্রতিযোগির লোগো নির্বাচিত হয়েছে তাঁদের সবার সাথে আমি শীঘ্রই যোগাযোগ করবো; কবে, কিভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায় তা জানানোর জন্য।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চার মাস পর মাঠের অনুশীলনে মুশফিক

চার মাস পর মাঠের অনুশীলনে মুশফিক

বর্ণবাদকে না বলুন : মুশফিক

বর্ণবাদকে না বলুন : মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ১৫ বছর

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ১৫ বছর

৩২ লাখ টাকা দাম উঠেছে মুশফিকের ব্যাট

৩২ লাখ টাকা দাম উঠেছে মুশফিকের ব্যাট