আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৮ ডিসেম্বর ২০২২
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মতুজা। সোমবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সভাপতিমন্ডলীর দু’টি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমন্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজাসহ কার্যনির্বাহী সংসদের সকলকে অভিনন্দন জানিয়ে আনন্দ-মিছিল করেছে নড়াইল জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় চত্বর থেকে আনন্দ-মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ মুচিরপোলে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাশরাফি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লিগের মনোনয়নে বর্তমান সরকারের একজন সংসদ সদস্যও।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল ইতিহাসের সাতজন টাইগার ক্রিকেটার

আইপিএল ইতিহাসের সাতজন টাইগার ক্রিকেটার

মিরপুরে সাকিব যখন ‘মেসি’

মিরপুরে সাকিব যখন ‘মেসি’

রাস্তায় ঢোল পেটালেন মাশরাফি, সাকিবের গাড়ীতে উদযাপন

রাস্তায় ঢোল পেটালেন মাশরাফি, সাকিবের গাড়ীতে উদযাপন

রোনালদোর বিদায়ে মাশরাফির হৃদয়ও কেঁদে উঠেছে

রোনালদোর বিদায়ে মাশরাফির হৃদয়ও কেঁদে উঠেছে