ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৬ এপ্রিল ২০১৯
ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ (৬ এপ্রিল)। দিবসটি উপলক্ষে দিনটি জাকজমকভাবে পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবারের প্রতিবাদ্য রাখা হয়েছে ‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’। 

অনেক আগে থেকেই ৬ এপ্রিল আন্তর্জাতিকভাবে ‘ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ হিসেবে পালিত হয়ে আসছে। তবে ২০১৭ সালে এই দিনকে বাংলাদেশ বেছে নেয় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে। গত দুই বছরের মতো এবারও দেশব্যাপী এ দিবসটি পালিত হচ্ছে।

সকাল সাড়ে ৭ টায় রাজধানীর শিশু একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে কেন্দ্রীয়ভাবে শুরু হয় দিনের কর্মসূচি। র‌্যালি সচিবালয়ের সামনে দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে জাতীয় ক্রীড়া পরিষদে শেষ হয়। র‌্যালিতে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকরা অংশ নেন।

শুধু রাজধানীতেই নয়, পুরো দেশেই দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ জন্য জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

দিবসটি শেষ হবে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পল্টন ময়দানে শেখ রাসেল রোলা স্কেটিং কমপ্লেক্সে হবে প্রায় ২ ঘণ্টার এ সাংস্কৃতি অনুষ্ঠান।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

অভিনেত্রী জয়া আহসান এবার খেলার মাঠে

অভিনেত্রী জয়া আহসান এবার খেলার মাঠে

জার্মান ফুটবল প্রেসিডেন্টের পদত্যাগ

জার্মান ফুটবল প্রেসিডেন্টের পদত্যাগ

বিশ্বকাপের আগে এলাকার উন্নয়ন কাজে মাশরাফির দৌড়ঝাঁপ

বিশ্বকাপের আগে এলাকার উন্নয়ন কাজে মাশরাফির দৌড়ঝাঁপ