চলে গেলেন বর্শা নিক্ষেপে অলিম্পিক চ্যাম্পিয়ন জাটোপকোভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ পিএম, ১৩ মার্চ ২০২০
চলে গেলেন বর্শা নিক্ষেপে অলিম্পিক চ্যাম্পিয়ন জাটোপকোভা

বর্শা নিক্ষেপে সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের ডানা জাটোপকোভা আর নেই। মৃত্যুকালে এ নারী ক্রীড়াবিদের বয়স হয়েছিল ৯৭ বছর।

১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে বর্শা নিক্ষেপে চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের এ নারী ক্রীড়াবিদ। জাটোপকোভা ছিলেন চার বারের অলিম্পিক চ্যাম্পিয়ন এমিল জাটপেকের স্ত্রী। চেক অলিম্পিক কমিটি শুক্রবার (১৩ মার্চ) ডানার মৃত্যুর খবরটি জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি জানায়, ‘চেক ক্রীড়াঙ্গন তাদের শ্রেষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্বের একজনকে হারিয়েছে।’ হেলসিঙ্কি অলিম্পিকের এ স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ পরবর্তীতে ১৯৬০ সালে রোমে অনুষ্ঠিত অলিম্পিক থেকে জিতে নিয়েছিলেন রৌপ্য পদক।

১৯৫৮ সালে ৩৫ বছর বয়সে ৫৫.৭৩ মিটার দূরত্ব অতিক্রম করে ডানা বিশ্ব রেকর্ড গড়েন। ১৯৫৪ ও ১৯৫৮ সালে ইউরোপীয় আসরের সেরা ছিলেন তিনি।

১৯২২ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডানা। তার স্বামী এমিল ১৯৪৮ সালের অলিম্পিকের ১০ হাজার মিটার ম্যারাথনে স্বর্ণ পদক জয় করেছিলেন।

১৯৫২ সালে হেলসিঙ্কি গেমসে ৫ হাজার ও এক হাজার মিটার ম্যারাথনেও জয় করেন স্বর্ণ পদক। ২০০০ সালে মৃত্যুবরণ করেছেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিত হলো বাংলাদেশ গেমস

স্থগিত হলো বাংলাদেশ গেমস

স্কুল হকিতে শহীদ মামুন মাহমুদ স্কুলের বড় জয়

স্কুল হকিতে শহীদ মামুন মাহমুদ স্কুলের বড় জয়

‘সবকিছু যেখানে ক্ষতিগ্রস্ত সেখানে ম্যাচ আয়োজনের কোন অর্থ নেই’

‘সবকিছু যেখানে ক্ষতিগ্রস্ত সেখানে ম্যাচ আয়োজনের কোন অর্থ নেই’

শঙ্কামুক্ত রোনালদো

শঙ্কামুক্ত রোনালদো