পুনরায় আইসিসির বিশ্ব প্রতিনিধি হলেন ব্রাজিলের ফেদারস্টোন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৬ পিএম, ২০ মে ২০২০
পুনরায় আইসিসির বিশ্ব প্রতিনিধি হলেন ব্রাজিলের ফেদারস্টোন

ছবি: আইসিসি

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির উন্নয়ন কমিটিতে নন-ভোটিং সহযোগী সদস্যের বিশ্বপ্রতিনিধি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ব্রাজিলের ম্যাট ফেদারস্টোন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি।

নিয়মানুসারে আইসিসি পাঁচটি আঞ্চলিক প্রতিনিধির মাধ্যমে নন-ভোটিং সহযোগী সদস্যদের পরিচালনা করে থাকে। ২০১৮ সালের জুলাই মাসে ২ বছরের মেয়াদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন ফেদারস্টোন। প্রথম ধাপের মেয়াদ শেষে আবারও নির্বাচিত হয়েছেন তিনি। যা শেষ হবে ২০২২ সালের ৩১ মার্চ।

পুনরায় নির্বাচিত হয়ে তিনি বলেন, আমার কাছে এটি একটি দারুণ দায়িত্ব ছিল। আরও অনেক কিছুুই করার যেত কিন্তু কোভিড -১৯ তাতে বাঁধা হয়ে দাঁড়ায়। আবারও আমাকে নির্বাচিত করার জন্য আমার সহকর্মীদের ধন্যবাদ জানাই। আর আশা করি আগামী মাসগুলোতে আমার সেরা চেষ্টা করবো।

তিনি আরও বলেন, এই অভূতপূর্ব সময়ে গুরুত্বপূর্ণ যে আইসিসির সমস্ত সহযোগী প্রতিনিধিরা সকল সহযোগী সদস্যদের জন্য কাজ করা। আবারও আগের জায়গায় ফিরতে প্রচুর চিন্তাভাবনা ও কাজ করতে হবে। আর এতে আমরা সবাই একসাথে আছি।

আমেরিকা অঞ্চলের ম্যাট ফেদেরস্টোন ছাড়া বাকি চার অঞ্চলের প্রতিনিধিরা হলেন, মোজাম্বিকের (আফ্রিকা) জনাব দীপঙ্কর সেনগুপ্ত, মালদ্বীপের (এশিয়া) মোহাম্মদ আফলা, ফিলিপাইনের (পূর্ব এশিয়া প্যাসিফিক) ফয়সাল খান ও ফিনল্যান্ডের (ইউরোপ) অ্যান্ড্রু আর্মিটেজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমের লাইভ আড্ডায় আসছেন উইলিয়ামসন

তামিমের লাইভ আড্ডায় আসছেন উইলিয়ামসন

বাবা হলে সব কিছু করতে হয়

বাবা হলে সব কিছু করতে হয়

ইয়াসিরের ঘরে আরেকটি পরী এসেছে

ইয়াসিরের ঘরে আরেকটি পরী এসেছে

করোনা চিকিৎসা সহায়তায় দু’টি মাইক্রোবাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনা চিকিৎসা সহায়তায় দু’টি মাইক্রোবাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী