ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে নিশ্চিত করলেন নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৭ জুলাই ২০২২
ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে নিশ্চিত করলেন নাদাল

উইম্বলডন শুরুর আগে রাফায়েল নাদালকে নিয়ে ছিল অনিশ্চয়তা। শঙ্কার সেই মেঘ কাটিয়ে ও ইনজুরি বাঁধা পেরিয়ে শেষ পর্যন্ত উইম্বলডনে খেলতে নেমেছিলেন নাদাল। শুধু খেলতেই নামেননি, ইনজুরি বাঁধা পেরিয়ে অষ্টমবারের মতো উইম্বলডনের সেমি-ফাইনালও নিশ্চিত করেছেন তিনি।

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ঠিকমতো আসলেও সেমি-ফাইনালে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ইনজুরি। এমনকি দ্বিতীয় সেটের মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল তাকে। তবুও থামেননি এই স্প্যানিয়ার্ড। ম্যাচ জিতেই শেষ করেছেন ম্যাচ।

বুধবার (৬ জুলাই) সেন্টার কোর্টে উইম্বলডনের ১১তম বাছাই মার্কিন টেনিস তারকা টেলর ফ্রিটজকে শেষ সেটে হারিয়েছেন। শুধু হারানো নয়, দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছেন ৩৬ বছর বয়সী নাদাল।

৪ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে প্রথম সেটে ম্যাচ হারেন নাদাল। দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিলেন। কিন্তু তৃতীয় সেটে হেরে আবারও পিছিয়ে পড়েন। এতেই নিশ্চিত হয় খেলা গড়াবে পঞ্চম সেটে। চতুর্থ সেটে হেরে পঞ্চম সেটের লড়াই জমিয়ে তোলেন ফ্রেটিজ।

পঞ্চম সেটেও তিনি ছিলেন হার না মানার মানসিকতায়। শেষ পর্যন্ত পঞ্চম সেটে খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত পঞ্চম সেট ৭-৬ (১০-৪) গেমে শেষ সেট জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করেন নাদাল।

কোয়ার্টার ফাইনালে টেলর ফ্রেটিজের হার নিশ্চিত হয় ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫ ও ৭-৬ (২০-৪) গেমে। সেমি-ফাইনালে নাদালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার নিক কিরিওস।

সেমি-ফাইনালে উঠলেও চোট নিয়ে দুশ্চিন্তা আছে নাদালের। বৃহস্পতিবার (৭ জুলাই) স্ক্যান করানোর পর নিশ্চিত হওয়া যাবে নাদাল সেমি-ফাইনালে খেলতে নামবেন কি-না।

এর আগে উইম্বলডন শুরুর সময় রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসায় ব্যথা কমিয়ে খেলতে নেমেছিলেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনের পর তার উইম্বলডনে খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শক খরায় ভুগছে উইম্বলডন!

দর্শক খরায় ভুগছে উইম্বলডন!

ইসনার দাপটে উইম্বলডন ক্যারিয়ারে মারের ‌‘দ্রুততম’ বিদায়

ইসনার দাপটে উইম্বলডন ক্যারিয়ারে মারের ‌‘দ্রুততম’ বিদায়

উইম্বলডনে ফেরার বিষয়ে নিশ্চিত না সেরেনা

উইম্বলডনে ফেরার বিষয়ে নিশ্চিত না সেরেনা

কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’

কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’