টানা চতুর্থবার জোকোভিচের উইম্বলডন জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১১ জুলাই ২০২২
টানা চতুর্থবার জোকোভিচের উইম্বলডন জয়

রেকর্ড ৩২তম বারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে খেলতে নেমেছিলেন নোভাক জোকোভিচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নিক কির্গিয়স নেমেছিলেন ক্যারিয়ারের প্রথম ফাইনাল। উইম্বলডনের মঞ্চে অভিজ্ঞ জোকোভিচই জিতে নিয়েছেন উইম্বলডন শিরোপা। এটা তার ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট জয়। উইম্বলডনের মঞ্চে টানা চতুর্থবারসহ জিতলেন সপ্তম শিরোপা।

রোববার (১০ জুলাই) অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে উইম্বলডন ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ ও নিক কির্গিয়স। অভিজ্ঞতার বিচারে জোকোভিচ এগিয়ে থাকলেও প্রথম সেট জিতেছিলেন নিক কির্গিয়স।

তবে শেষ পর্যন্ত কির্গিয়সকে ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে ম্যাচ জিতে নেন জোকোভিচ। সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে প্রথম সেট ছাড়া জোকোভিচকে আর কোনো চ্যালেঞ্জের মুখোমুখিই হতে হয়নি।

এই নিয়ে সপ্তমবারের মতো উইম্বলডন চ্যাম্পিয়ন হলে জোকোভিচ। এটি ছিল তার টানা চতুর্থ উইম্বলডন শিরোপা।

২০২২ সালের আগে  ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে টানা তিনবার শিরোপা জিতেছিলেন জোকোভিচ। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে অনুষ্ঠিত হয়নি অল ইংল্যান্ড ক্লাবের এই টুর্নামেন্ট। টানা চার বার ছাড়া এর আগে ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে জিতেছিলে উইম্বলডন শিরোপা।

জোকোভিচের ক্যারিয়ারে এটি ২১তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা। এই শিরোপা জিতে রজার ফেদেরারকে সরিয়ে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামের মালিক এখন জোকোভিচ। তার উপরে আছেন রাফায়েল নাদাল। তিনি জিতেছেন ২২ গ্র্যান্ডস্ল্যাম শিরোপা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দারুণ প্রত্যাবর্তনে এলেনা রিবাকিনার প্রথম গ্র্যান্ড স্লাম

দারুণ প্রত্যাবর্তনে এলেনা রিবাকিনার প্রথম গ্র্যান্ড স্লাম

সেমি-ফাইনালে ওঠে উইম্বলডন থেকে নাদালের নাম প্রত্যহার

সেমি-ফাইনালে ওঠে উইম্বলডন থেকে নাদালের নাম প্রত্যহার

দর্শক খরায় ভুগছে উইম্বলডন!

দর্শক খরায় ভুগছে উইম্বলডন!

উইম্বলডনে ফেরার বিষয়ে নিশ্চিত না সেরেনা

উইম্বলডনে ফেরার বিষয়ে নিশ্চিত না সেরেনা