বৈরী আবাহওয়ায় পরিবর্তীত সূচিতে সুখবরই দিচ্ছে রাজশাহীর আকাশ। বর্তমানে বেশ চমৎকার আবহাওয়া বিরাজ করছে। মেঘের পাশাপাশি কেটে গেছে বৃষ্টির শঙ্কা। রোদের দেখা মিললেও কমে গেছে তাপমাত্রা। হালকা শীতের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে রাজশাহীর ক্রিকেট প্রেমীদের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আফগানিস্তান যুবাদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ তিন ম্যাচ মাঠে গড়াবে ৫, ৭ ও ৯ নভেম্বর। পূর্বের সূচি অনুযায়ী রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচ তিনটি ছিল ৩, ৬ ও ৯ নভেম্বর। প্রতিকূল আবহাওয়ার কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়াস সূচি ছিল বগুড়ার চান্দু স্টেডিয়ামে। প্রথম দুই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পেয়ে বাংলাদেশের যুবারা এগিয়ে গেলেও ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল করা হয়েছে।
রাজশাহীতে বাংলাদেশ ও আফগানিস্তানের যুবাদের মধ্যকার সিরিজের তৃতীয় ম্যাচটি হবে বুধবার (৫ নভেম্বর)। উত্তরাঞ্চলের শহর রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ ও ৯ নভেম্বর।
রাজশাহীর ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেম জানিয়েছেন, শনিবার রাজশাহীতে পৌঁছে রবিবার থেকে উভয় দল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে। আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশ যুবাদের ম্যাচ আয়োজনে রাজশাহী ভেন্যু এখন পুরোপুরি প্রস্তুত।
তিনি আরও জানান, রাজশাহীতে বাংলাদেশ ও আফগান যুবাদের মধ্যকার সিরিজের বাকি তিন ম্যাচে দর্শকদের জন্য কোনো টিকিট কাটতে হবে না। টিকিট ছাড়াই, অর্থাৎ, বিনা টিকিটে গ্যালারিতে দর্শকরা বসে খেলা দেখতে পারবেন।
এদিকে, বগুড়ার পর রাজশাহী ভেন্যুতেও খেলা দেখতে ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ক্রিকেট ম্যাচ ঘিরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম গেটেও আসছেন বিভিন্ন বয়সের ক্রিকেট ভক্তরা।
বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী বলেন, আমরা রাজশাহীতে ক্রিকেট ম্যাচ দেখার জন্য উম্মুখ হয়ে আছি। এর আগে রাজশাহীতে এনসিএল টি-২০ ম্যাচ দেখার জন্য টিকিট কেটেও বৃষ্টির কারণে দেখতে পারিনি। এবার আবার সুযোগ এসেছে। এ সুযোগ নষ্ট করা যাবে না। আমরা অবশ্যই মাঠে বসে খেলা দেখবো।

মো. ফয়সাল আলম