২৭ ক্রিকেটারের করোনা পরীক্ষা করবে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
২৭ ক্রিকেটারের করোনা পরীক্ষা করবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। তবে সফরের জন্য জিও (সরকারি আদেশ) প্রাপ্ত ২৭ জন ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনার পরীক্ষার জন্য টাইগার ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন তিনদিন বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টাইগাররা বিশ্রাম করলেও করোনার পরীক্ষার জন্য শুক্রবার জাতীয় পুলে থাকা ২৭ জনের নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য নিজেদের সকল কিছু প্রস্তুত রেখেছে বিসিবি।

শ্রীলঙ্কা সফর অনিশ্চতার মাঝেও কেন করোনা পরীক্ষা - এ বিষয়ে বৃহস্পতিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে চাই। একই সময়ে আমরা শ্রীলঙ্কার পক্ষ থেকেও জবাবের অপেক্ষায় আছি।’

শ্রীলঙ্কার সফরের জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। লঙ্কান সফরে সাতদিনের কোয়ারেন্টাইন ও কোয়ারেন্টাইন চলাকালীন অনুশীলন করতে দিলে সফর করবে বাংলাদেশ। অন্যথায় এ সফর সম্ভব নয় কলে জানিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরের মার্চ থেকে ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ভালো পারফরমেন্স করতে শ্রীলঙ্কায় পৌঁছে প্রস্তুতি নিতে চেয়েছিল টাইগাররা। তবে শ্রীলঙ্কা বাংলাদেশকে সে সুযোগ দিচ্ছে না। শ্রীলঙ্কা বলছে, টাইগারদের সফরে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এদিকে শ্রীলঙ্কা সফর হোক বা না হোক করোনা পরীক্ষা শেষে রোববার (২০ সেপ্টেম্বর) থেকে পুনরায় মিরপুরে হোম অব ক্রিকেটে শুরু হবে টাইগারদের অনুশীলন। টাইগারদের অনুশীলনে ইতোমধ্যে যোগ দিয়েছেন বিদেশি কোচিং স্টাফরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

বাংলাদেশকে করোনার ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভাবছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে করোনার ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভাবছে শ্রীলঙ্কা

নতুন অ্যাকশনে আশাবাদী তাইজুল

নতুন অ্যাকশনে আশাবাদী তাইজুল

শ্রীলঙ্কা সফর না হলেও অনুশীলন চলবে টাইগারদের

শ্রীলঙ্কা সফর না হলেও অনুশীলন চলবে টাইগারদের