তিন পরিবর্তন নিয়ে আবারও ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৩ এএম, ২৩ নভেম্বর ২০২১
তিন পরিবর্তন নিয়ে আবারও ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের হতাশাকে পাশে রেখে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে রয়েছে তিন পরিবর্তন।

প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। তাই তো সিরিজের শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হয়েছে। 

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। 

তৃতীয় ম্যাচে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। সাইফ হাসান খারাপ ফর্মের কারণে বাদ পড়লেও বাকি দুই বাঁহাতি বোলার ইনজুরির কারণে বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি,নাসুম আহমেদ এবং শহীদুল ইসলাম। 

শহীদুল ইসলাম প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছেন। অপরদিকে পাকিস্তান একাদশেও রয়েছে চার পরিবর্তন। প্রথমবারের মতো পাকিস্তান দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেছেন শাহনেওয়াজ দাহানি।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),শামীম হোসেন পাটোয়ারি , মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ , শহীদুল ইসলাম

পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলি, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, উসমান কাদির, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হাঁটু প্রতিস্থাপন, দৌড়াতে পারবেন না শোয়েব আকতার

হাঁটু প্রতিস্থাপন, দৌড়াতে পারবেন না শোয়েব আকতার

শেষ টি-টোয়েন্টি না খেলে ফিরে যাচ্ছেন শোয়েব মালিক 

শেষ টি-টোয়েন্টি না খেলে ফিরে যাচ্ছেন শোয়েব মালিক 

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

‘বুড়ো’ হাফিজ-মালিকের পাশে ইনজামাম

‘বুড়ো’ হাফিজ-মালিকের পাশে ইনজামাম