চার উইকেট নিয়ে ক্যারিবীয়দের লাগাম টেনে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ পিএম, ২৫ জুন ২০২২
চার উইকেট নিয়ে ক্যারিবীয়দের লাগাম টেনে লাঞ্চে বাংলাদেশ

সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটি দুর্দান্ত কাটালো বাংলাদেশ। এক সেশনে চার উইকেট তুলে নিয়ে লাঞ্চে গেছেন টাইগাররা। যার মধ্যে লাঞ্চ বিরতির আগ মুহূর্তে পরপর তিন উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের লাগাম টেনে ধরেছে বাংলাদেশের বোলাররা। প্রথম সেশন শেষে ৬ উইকেটে হাতে নিয়ে ৯৭ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিন ২৩৪ রানেই অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন দাস। জবাবে ১৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৬৭ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১০ উইকেট হাতে নিয়ে ১৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা।

প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে দারুণ শুরু করেন ক্যারিবীয়দের দুই ওপেনার। দ্বিতীয় দিনের প্রথম ব্রেক থ্রুটা এনে দেন শরিফুল ইসলাম। দলীয় শততম রানে জন ক্যাম্পবেলকে সাজঘরে ফেরান তিনি। ৬টি চারের মারে অর্ধশত থেকে ৫ রান দূরে থেকে ফিরেন জন ক্যাম্পবেল।

শতরানে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেট শিকারে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশের। দলীয় ১৩১ রানের মাথায় ক্যারিবীয়দের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ফিফটি করা অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৭টি চারের মারে ৫১ রান করেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

পরের ওভারে পরপর দুই উইকেট তুলে নেন টাইগার পেসার খালেদ আহমেদ। দলের খাতায় কোনো রান যোগ করতে না দিয়ে ১৩১ রানে তৃতীয় উইকেট শিকার করেন খালেদ। খালেদের প্রথম শিকারে সাজঘরে ফিরেন ৩টি চারের মারে ২২ রান করা রেমন রেইফার। ফলে ১৩১ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

একই ওভারের শেষ বলে আরও একটি উইকেট শিকার করেন খালেদ। উইকেটে আসা নতুন ব্যাটার এনক্রুমাহ বোনারকে খালি হাতে ফেরান তিনি। ফলে দলীয় ১৩২ রানে চার উউকেট হারায় স্বাগতিকরা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

পদ্মা সেতু: বাড়বে বিসিবির দৃষ্টি, গতিশীল হবে দক্ষিণাঞ্চলের ক্রিকেট

পদ্মা সেতু: বাড়বে বিসিবির দৃষ্টি, গতিশীল হবে দক্ষিণাঞ্চলের ক্রিকেট

বোলারদের ধৈর্য্য ধরার পরামর্শ তামিমের

বোলারদের ধৈর্য্য ধরার পরামর্শ তামিমের

চল্লিশ-পঞ্চাশ রানের ইনিংস ম্যাচ জেতাবে না: জেমি সিডন্স

চল্লিশ-পঞ্চাশ রানের ইনিংস ম্যাচ জেতাবে না: জেমি সিডন্স

রেকর্ড গড়ে বিজয়ের প্রত্যাবর্তন

রেকর্ড গড়ে বিজয়ের প্রত্যাবর্তন