টস জয়, শেষ ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২০ এএম, ২১ জুলাই ২০২১
টস জয়, শেষ ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন দুইজন। মেহেদি হাসান মিরাজ এবং পেসার শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন নুরুল হাসান সোহান এবং মোস্তাফিজুর রহমান।

আগের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়া মোহাম্মদ মিঠুন একাদশে টিকে গিয়েছেন। বাংলাদেশের হয়ে উইকেটের পিছনে দায়িত্ব পালন করবেন আগের দুই ম্যাচের উইকেটের পিছনে থাকা লিটন কুমার দাস। এছাড়াও প্রায় সাড়ে চার বছর পর ওয়ানডে দলে ফিরেছেন সোহান। তাকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ।

জিম্বাবুয়ে সফরে দেরি করে দলের সাথে যোগ দেওয়া রুবেল হোসেনের জায়গা হয়নি একাদশে। জিম্বাবুয়ে দলও একাদেশে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। তিনাশে কামুনুকামে এবং রিচার্ড এনগারাভার পরিবর্তে জিম্বাবুয়ে একাদশে এসেছেন রায়ান বার্ল এবং ডোনাল্ড টিরিপানো।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ
তাদিওয়ানাশে মারুমানি, রায়ান বার্ল, রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ডিওন মায়ের্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভ্রে, লুক জঙ্গে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি ও ডোনাল্ড টিরিপানো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সামনে বিশ্বকাপ, ফিটনেসে ছাড় দিতে রাজি নন সাইফউদ্দিন

সামনে বিশ্বকাপ, ফিটনেসে ছাড় দিতে রাজি নন সাইফউদ্দিন

জিম্বাবুয়েও টি-টোয়েন্টি খেলছেন না তামিম, শঙ্কা অস্ট্রেলিয়া সিরিজেও

জিম্বাবুয়েও টি-টোয়েন্টি খেলছেন না তামিম, শঙ্কা অস্ট্রেলিয়া সিরিজেও

পাল্টে গেল বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ সূচি

পাল্টে গেল বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ সূচি

আইসিসির সদস্য হলো মঙ্গোলিয়া-তাজিকিস্তান ও সুইজারল্যান্ড

আইসিসির সদস্য হলো মঙ্গোলিয়া-তাজিকিস্তান ও সুইজারল্যান্ড