অপরিবর্তিত বাংলাদেশ, আফগানদের তিন পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
অপরিবর্তিত বাংলাদেশ, আফগানদের তিন পরিবর্তন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরেজের প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয় তুলে নেওয়া বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামলেও আফগানিস্তান একাদশে আনা হয়েছে একাধিক পরিবর্তন।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান মিরাজের রেকর্ডময় ব্যাটিংয়ে সফরকারী আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।

এ ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। এছাড়া হারলে সমতায় ফিরবে। অন্যদিকে, সিরিজ রক্ষায় এ ম্যাচ জয়ের বিকল্প নেই আফগানদের সামনে।

প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকায় দ্বিতীয় ম্যাচে আগের একাদশ থেকে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ। আগের একাদশ নিয়েই দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। তবে তিনটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে আফগানিস্তান।

সিরিজ রক্ষায় প্রথম ম্যাচের একাদশে থাকা ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবাদিন নাইবকে বিশ্রামে রাখা হয়েছে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতউল্লাহ ওমারজাই।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রিয়াজ হাসান, ফরিদ আহমেদ, আজমতুল্লাহ ওমারজাই, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘বাইরের’ মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ নয় ডোমিঙ্গোর

‘বাইরের’ মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ নয় ডোমিঙ্গোর

গণমাধ্যম ও মানুষের কথা মেজাজ হারানোর মতো, তবে আমি হারাই না: ডোমিঙ্গো

গণমাধ্যম ও মানুষের কথা মেজাজ হারানোর মতো, তবে আমি হারাই না: ডোমিঙ্গো

অথচ আফিফ-মিরাজ ‘স্কোয়াডেই’ নিশ্চিত ছিল না: নাজমুল হাসান

অথচ আফিফ-মিরাজ ‘স্কোয়াডেই’ নিশ্চিত ছিল না: নাজমুল হাসান

দু’জনেরই বিশ্বাস ছিল উইকেট না দিলে জেতা সম্ভব: আফিফ

দু’জনেরই বিশ্বাস ছিল উইকেট না দিলে জেতা সম্ভব: আফিফ