হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও টস হার, ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১০ আগস্ট ২০২২
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও টস হার, ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে ইতিমধ্যেই সিরিজ হেরেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে সান্তনার জয় তুলে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে তামিম ইকবাল বাহিনী। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল।

বুধবার (১০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েতে টানা ছয় ম্যাচে টস হারের স্বাদ পায় বাংলাদেশ। তিন ওয়ানডের আগে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই টস হেরেছিল টাইগাররা।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ দলে রয়েছে দুই পরিবর্তন। পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের বদলি হিসেবে একাদশে আছেন ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের ১৩৯তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যাপ পড়েছেন ইবাদত হোসেন। এর আগে বেশ কয়েকবার ওয়ানডে দলের সাথে থাকলেও এবারই একাদশে সুযোগ মিলেছে তার।

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচটি বাংলাদেশের ৪০০তম ওয়ানডে ম্যাচ। ১৯৮৬ সালে ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু টাইগারদের। অভিষেকের ৩৬ বছর পর বাংলাদেশ খেলতে নেমেছে তাদের ৪০০তম ওয়ানডে ম্যাচ। 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ছিটকে গিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। তার বদলি হিসেবে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন রেগি চাকাভা। তৃতীয় ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে জিম্বাবুয়ের নেতৃত্বে রয়েছেন সিকান্দার রাজা।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়,নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ
তাদিওয়ানাশে মারুমানি, তাদুওয়ানাশে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেব্রে, সিকান্দার রাজা (অধিনায়ক),টনি মুনোয়াঙ্গা, ব্রাডি ইভানস, লুক জোঙ্গে, ভিক্টর নুয়াচি, রিচার্ড এনগারাভা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ ম্যাচে 'পাওয়ার' অনেক কিছু দেখছেন ডোনাল্ড

শেষ ম্যাচে 'পাওয়ার' অনেক কিছু দেখছেন ডোনাল্ড

বাংলাদেশ দলকে আইসিসির জরিমানা

বাংলাদেশ দলকে আইসিসির জরিমানা

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য

বিতর্কিত চুক্তি নিয়ে যুক্তি দিয়েছেন সাকিব, মানছে না বিসিবি

বিতর্কিত চুক্তি নিয়ে যুক্তি দিয়েছেন সাকিব, মানছে না বিসিবি