টি-টোয়েন্টিতে ২ হাজার ‘রান ক্লাবে’ মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৫ মার্চ ২০২২
টি-টোয়েন্টিতে ২ হাজার ‘রান ক্লাবে’ মাহমুদউল্লাহ

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার ম্যাচে এ মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। এ জন্য তাকে খেলতে হয়েছে ১১৫টি ম্যাচ।

শনিবার (৫ মার্চ) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ২১ রান মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচের আগে ২ হাজার রান স্পর্শ করতে মাহমুদউল্লাহ রিয়াদের প্রয়োজন ছিল ১৯ রান।

সিরিজের প্রথম ম্যাচেই অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদের সামনে এ মাইলফলক স্পর্শ করার সুযোগ ছিল। সেই ম্যাচের আগে ২ হাজার রান স্পর্শ করতে মাহমুদউল্লাহ রিয়াদের প্রয়োজন ছিল ২৯ রান। তবে ব্যাট হাতে ৭ বলে ১০ রানের বেশি করতে না পারায় তার অপেক্ষা বাড়ে। শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন তিনি।

১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশের প্রথম খেলোয়াড় হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেও বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডও মাহমুদউল্লাহ দখলে। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার দ্বিতীয় ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন মুশফিক

ম্যাচ খেলার দিক দিয়ে মুশফিকুর রহিমস দ্বিতীয় হলেও রান তোলোর দিকে মাহমুদউল্লাহ রিয়াদের পরেই রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৯৬টি টি-টোয়েন্টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯০৮ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজারের বেশি রান করা ক্রিকেটার

  • রোহিত শর্মা (ভারত): ম্যাচ ১২৫, রান ৩৩১৩
  • মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড): ম্যাচ ১১২, রান ৩২৯৯
  • বিরাট কোহলি (ভারত): ম্যাচ ৯৭, রান ৩২৯৬
  • পল স্ট্রার্লিং (আয়ারল্যান্ড): ম্যাচ ১০২, রান ২৭৭৬
  • অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া): ম্যাচ ৮৮, রান ২৬৮৬
  • বাবর আজম (পাকিস্তান): ম্যাচ ৭৩, রান ২৬২০
  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ম্যাচ ৮৮, রান ২৫৫৪
  • মোহাম্মদ হাফিজ (পাকিস্তান): ম্যাচ ১১৯, রান ২৫১৪।

  • ইয়ান মরগান (ইংল্যান্ড): ম্যাচ ১১৫, রান ২৪৫৮
  • শোয়েব মালিক (পাকিস্তান): ম্যাচ ১২৪, রান ২৪৩৫
  • ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড): ম্যাচ ৭১, রান ২১৪০
  • জশ বাটলার (ইংল্যান্ড): ম্যাচ ৮৮, রান ২১৪০
  • কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড): ম্যাচ ৭৪, রান ২০২১
  • মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান): ম্যাচ ৭০, রান ২০১৫।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আফ্রিদিকে সরিয়ে ‘ডট বলের’ শীর্ষে সাকিব

আফ্রিদিকে সরিয়ে ‘ডট বলের’ শীর্ষে সাকিব

‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

বাংলাদেশ ক্রিকেটের দুঃখ ‘শেষ বল’

বাংলাদেশ ক্রিকেটের দুঃখ ‘শেষ বল’

টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ‍্যালান ডোনাল্ড

টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ‍্যালান ডোনাল্ড