বোকা ছাড়লেও ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন না তেভেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৩ এএম, ০৮ জুন ২০২১
বোকা ছাড়লেও ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন না তেভেজ

সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার কার্লোস তেভেজ। ৩৭ বছর বয়সী এ স্ট্রাইকার এখনও ক্লাব পর্যায়ে খেলে যাচ্ছেন। তবে ইউরোপ, ল্যাটিন আমেরিকায় রাজত্ব করার পর বর্তমান ক্লাব বোকা জুনিয়রর্সকে বিদায় জানালেন তিনি। তবে আবার নতুন কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন না কিংবা ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন না।

সময়ের সাথে সাথে বয়সও বেড়েছে, কমছে খেলার ধার। করোনার মধ্যেই বাবাকে হারিয়েছেন। এ কারণে পরিবারকে সময় দিতে চেয়ে ক্লাব ফুটবলকে বিদায় জানিয়েছেন। ক্লাব ফুটবলকে বিদায় জানালেও ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাবেন কিনা সেটা নিয়ে কিছু জানাননি তিনি।

বোকা জুনিয়র্সের সাথে আরও এক বছরের চুক্তি ছিল। তবে যেকোনো মুহুর্তে ক্লাব ছাড়ার সুযোগ ছিল তেভেজের সামনে। এ সুযোগ নিয়েই বোকাকে বিদায় জানিয়েছেন তিনি।

ক্লাব ছাড়ার বিষয়ে করা এক সংবাদ সন্মেলনে তেভেজ নিজের অবসর নিয়ে কিছু বলেননি । তবে বলেছেন বোকাতে আর থাকছেন না তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘অবসর নিচ্ছি কিনা সে বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। দেখা যেতে পারে মাস তিন পর আমার মাঠে নামতে মন চেয়েছে তখন আবার মাঠে ফিরবো। তবে বোকা জুনিয়র্সের হয়ে আমি আর খেলছি না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইমতিয়াজের ব্যাটে ভর করে আবাহনীকে হারাল খেলাঘর

ইমতিয়াজের ব্যাটে ভর করে আবাহনীকে হারাল খেলাঘর

বাংলাদেশ-ভারত ফুটবল যুদ্ধ আজ

বাংলাদেশ-ভারত ফুটবল যুদ্ধ আজ

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত ম্যাচ

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত ম্যাচ

জয় দিয়ে ইউরোর প্রস্তুতি সারলো ইংল্যান্ড

জয় দিয়ে ইউরোর প্রস্তুতি সারলো ইংল্যান্ড