বজ্রপাতে দুই ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩১ এএম, ১২ সেপ্টেম্বর ২০২০
বজ্রপাতে দুই ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু

গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল খেলার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই ক্ষুদে ক্রিকেটারের। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রবল বর্ষণের সময় এমন দূর্ঘটনা ঘটে। মারা যাওয়া দু’জনের নাম মিজানুর রহমান (১৬) ও মোহাম্মদ নাদিম (১৫)।

প্রতিদিনের মতো বৃহস্পতিবারও (১০ সেপ্টেম্বর) স্টেডিয়ামে অনুশীলন করতে এসেছিলেন তারা দুজন। বৃষ্টির কারণে তাদের ক্রিকেট খেলায় বিঘ্ন ঘটায়, তারপর তারা মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছিলেন। আর সেখানেই তাদের উপর বিপদ নেমে আসে। হঠাৎই বজ্রপাতে মৃত্যু হয় তাদের।

মোহাম্মদ পলাশ নামের এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘হঠাৎ করেই বজ্রপাত হয়। এরপর তিন জনকে মাঠে পড়ে থাকতে দেখি। পরবর্তীতে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জন মারা যায়।’

নিহত নাদিম মাহমুদ কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে এবং জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গাজীপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মিজানুর রহমান জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তারা দু’জনই এ বছর গাজীপুর জেলা ক্রিকেট একাডেমি থেকে অনূর্ধ্ব-১৬ দলে খেলার কথা ছিল।

ক্রিকেট কোচ আনোয়ার হোসেন লিটন জানান, করোনার কারণে ক্রিকেট অনুশীলন বন্ধ রয়েছে। তারপরও কেউ কেউ নিজেদের ইচ্ছামতো স্টেডিয়ামে এসে অনুশীলন করে থাকে। বৃহস্পতিবারও তারা অনুশীলন করতে স্টেডিয়ামে আসে। বৃষ্টির কারণে তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে লিটন বাসায় চলে যান। পরে তিনি জানতে পারেন তার কথা উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেই অন্যদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠে নাদিম ও মিজান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস

সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস

শ্রীলঙ্কায় স্বল্পকালীন কোয়ারেন্টাইন চায় বিসিবি

শ্রীলঙ্কায় স্বল্পকালীন কোয়ারেন্টাইন চায় বিসিবি

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

মেয়েদের আইপিএল চান ঝুলন গোস্বামী

মেয়েদের আইপিএল চান ঝুলন গোস্বামী